COVAX আন্তর্জাতিক ভ্যাক্সিন-শেয়ারিং প্রকল্পের সহায়তা পেলেও কোভিড টিকাকরণের প্রথম দফায় ভারতকে খরচ করতে হবে ১৪০-১৮০ কোটি ডলার। সম্প্রতি এই হিসাব দিয়েছে GAVI ভ্যাক্সিন জোট।
আমেরিকার পরে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কোভিড রোগীর দেশ ভারত তার ৩০ কোটি নাগরিককে আমাগী ৬ থেকে ৮ মাসের মধ্যে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। এই কাজে ব্যবহার করা হবে সম্ভবত রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি, অ্যাস্ট্রাজেনেকা, জাইডাস ক্যাডিলা এবং দেশজ ভারত বায়োটেক সংস্থার তৈরি কোভিড ভ্যাক্সিন।
সংবাদসংস্থা রয়টার্স-এর হাতে আসা তথ্য বিচার করে জানা গিয়েছে, প্রথম দফায় কোভিড যোদ্ধা-সহ সবচেয়ে ঝুঁকিবহুল পরিস্থিতিতে থাকা কর্মী ও সংকটাপন্ন নাগরিকদের টিকা দিতে প্রথম দফায় ৬০ কোটি টিকার ডোজ প্রয়োজন পড়বে।
COVAX প্রকল্পের অধীনে যদি ভারত ১৯ থেকে ২৫ কোটি ডোজ ভ্যাক্সিন পায়, সে ক্ষেত্রে সরকারকে আরও ১৪০ কোটি ডলার খরচ করতে হবে, জানিয়েছে GAVI-র তিন দিন ব্যাপী বোর্ড মিটিংয়ের জন্য তৈরি রিপোর্ট।
তুলনা করতে বলা যায়, ২০২০-২১ কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছিল মোট ১,০০০ কোটি ডলার।