বাংলা নিউজ > ঘরে বাইরে > Covid-19 Vaccine Updates: ব্রাজিলে মৃত্যু অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়ালের স্বেচ্ছাসেবকের

Covid-19 Vaccine Updates: ব্রাজিলে মৃত্যু অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়ালের স্বেচ্ছাসেবকের

ব্রাজিলে মৃত্যু অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়ালের স্বেচ্ছাসেবকের : রিপোর্ট (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

 মৃত ব্যক্তি ব্রাজিলিয়ান বলে জানিয়েছে সাও পাওলো বিশ্ববিদ্যালয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য করোনাভাইরাস টিকা নিয়ে নয়া উদ্বেগ তৈরি হল। মৃত্যু হল সেই ‘ভ্যাকসিন ক্যান্ডিডেন্ট’-এর ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবকের।  ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ অ্যানভিসাকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

নিয়ন্ত্রক সংস্থাকে উদ্ধৃত করে রয়টার্সের তরফে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও সম্ভাব্য টিকার পরীক্ষা চলবে। ট্রায়ালে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত গোপনীয়তার কারণে স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। ফেডারেল ইউনিভার্সিটি অফ সাও পাওলোর তরফে পৃথকভাবে জানানো হয়েছে, মৃত ব্যক্তি ব্রাজিলিয়ান। তবে তিনি ব্রাজিলের কোন অংশের বাসিন্দা, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে খোলসা করে কিছু বলা হয়নি। যে বিশ্ববিদ্যালয় ব্রাজিলে অ্যাস্ট্রোজেনেকা ও অক্সফোর্ডের 'ভ্যাকসিন ক্যান্ডিডেট'-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালানোর ক্ষেত্রে সাহায্য করছে।

সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, যাঁদের উপর এখন করোনা টিকার পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে, মৃত ব্যক্তি সেই গোষ্ঠীর অংশ হলে তৎক্ষণাৎ ট্রায়াল স্থগিত রাখা হত। বিষয়টির সঙ্গে অবহিত এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, মৃত ব্যক্তির শরীরে সম্ভাব্য করোনা টিকা প্রয়োগ করা হয়নি। তবে সেই তথ্য প্রকাশ্যে না আসা নিজের নাম ও পরিচয় গোপন রাখতে চেয়েছেন ওই সূত্র।

মৃত্যুর ঘটনা নিয়ে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে ব্লুমবার্গ। অন্যদিকে অ্যাস্ট্রোজেনেকার তরফে জানানো হয়েছে, গোপনীয়তা এবং ক্লিনিকাল ট্রায়ালের নিয়মের জন্য কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে সংস্থার তরফে কোনও মন্তব্য করা হবে না।

ঘরে বাইরে খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.