বাংলা নিউজ > ঘরে বাইরে > Covid-19 Vaccine Updates: ধাপে ধাপে করোনার টিকা বণ্টনের প্রস্তাব WHO-র, ভারতে সুস্থতার হার বেড়ে ৭৪.৬৯%

Covid-19 Vaccine Updates: ধাপে ধাপে করোনার টিকা বণ্টনের প্রস্তাব WHO-র, ভারতে সুস্থতার হার বেড়ে ৭৪.৬৯%

ধাপে ধাপে করোনার টিকা বণ্টনের প্রস্তাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ছবি সৌজন্য রয়টার্স)

ধনী দেশগুলি যাতে করোনার টিকা কুক্ষিগত না করতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে।

অবশেষে পূরণ হল লক্ষ্যমাত্রা। দৈনিক ১০ লাখ করোনাভাইরাস পরীক্ষার যে লক্ষ্য নেওয়া হয়েছিল, তা শুক্রবার পার করল ভারত। তারইমধ্যে ভারতে করোনায় সুস্থতার বেড়ে হার দাঁড়াল ৭৪.৬৯ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৭৫,৭০১। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৯,৮৭৮ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। ওই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৯৫৩ জনের। তার ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৭৯৪। 

গত সপ্তাহের প্রথম দিকে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার পর আবারও সেই সংখ্যাটা বাড়ছে। তা সত্ত্বেও আশার আলো দেখাচ্ছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৬৩,৬৩১ জন রোগী সুস্থ হয়ে ওঠায় দেশে করোনা মুক্ত হয়েছেন মোট ২,২২২,৫৭৭ জন। একইসঙ্গে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ১০ লাখের গণ্ডি পেরিয়ে যাওয়ায় আশাবাদী কেন্দ্র। ‘হিন্দুস্তান টাইমস’-এ একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, লক্ষ্যমাত্রা পূরণের জন্য যে সময় ধার্য করা হয়েছিল, তার কমপক্ষে ছ'সপ্তাহে আগেই মাইলস্টোন পেরিয়ে গিয়েছে ভারত। করোনা আবহে সেই ‘অগ্রগতি’-তে অত্যন্ত খুশিও স্বাস্থ্যমন্ত্রী।

তারইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, ধাপে ধাপে করোনার টিকা বণ্টন করা হবে। প্রথম দফায় নির্দিষ্ট অনুপাতে সব দেশের মধ্যে করোনার প্রতিষেধক বণ্টন করতে হবে। দ্বিতীয় দফায় জনসংখ্যার ঝুঁকির মাত্রা নির্ধারণ করে টিকা দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস ঘেবরেসাস বলেছেন, ‘কোভ্যাকস পরিকল্পনার (টিকা বণ্টনের ক্ষেত্রে সমতা) আওতায় আমরা দু'টি ধাপে টিকা বণ্টনের প্রস্তাব দিয়েছি। সামগ্রিকভাবে বিপদের মাত্রা হ্রাস করতে প্রথম দফায় সব দেশকে নির্দিষ্ট অনুপাতের ভিত্তিতে ডোজ দেওয়া হবে। দ্বিতীয় দফায় ঝুঁকির বিষয়টি মাথায় রেখে দেশগুলিকে বিবেচনা করা হবে।’

টেডরোস জানিয়েছেন, প্রথমসারির স্বাস্থ্যকর্মী, ৬৫ বছরের উর্ধ্বে নাগরিক এবং যাঁদের ঝুঁকির মাত্রা বেশি, টিকা প্রদানের ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন। প্রথম দফায় ২০ শতাংশ মানুষ (যাঁরা সবথেকে ঝুঁকির মুখে আছেন) টিকা পাবেন বলে জানিয়েছেন হু প্রধান। তাঁর বক্তব্য, বিশ্বের সর্বত্র এবং একই সময়ে সেই সর্বাধিক ঝুঁকিপূর্ণ মানুষদের রক্ষা করতে না পারলে স্বাস্থ্য ব্যবস্থাকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যাবে না। বিশ্ব অর্থনীতিও ঘুরে দাঁড়াবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, ধনী দেশগুলিই সব টিকা কুক্ষিগত করবে, বাকি দেশগুলি সেই সুযোগ পাবে না, এমন পরিস্থিতি যাতে না তৈরি হয়, সেই লক্ষ্যই নেওয়া হচ্ছে। টেডরোসের বক্তব্য, পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্টের (পিপিই) মতো টিকার ক্ষেত্রেও যেন ভুল না করে বিশ্বের অর্থবান দেশগুলি।

ঘরে বাইরে খবর

Latest News

‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.