বাংলা নিউজ > ঘরে বাইরে > Covid: উপসর্গ নেই, করোনা নিয়ে সমীক্ষায় উদ্বেগের ছবি বাংলায়, শীর্ষে নন্দীগ্রাম

Covid: উপসর্গ নেই, করোনা নিয়ে সমীক্ষায় উদ্বেগের ছবি বাংলায়, শীর্ষে নন্দীগ্রাম

করোনা নিয়ে উদ্বেগের ছবি বাংলায়। প্রতীকী ছবি 

চিকিৎসকদের একাংশের মতে, এই রিপোর্ট দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কাজকর্ম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে হবে। কিন্তু ভিড়ের জায়গায় যাতে মাস্কটা মুখে থাকে এটা দেখতে হবে। করোনা নিয়ে এখনই গা ছাড়া ভাব দেখানো ঠিক হবে না।

সেন্টিনেল সমীক্ষায় রাজ্যে উঠে এল করোনা নিয়ে উদ্বেগের ছবি। সেই সমীক্ষা অনুসারে দেখা যাচ্ছে রাজ্যে উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা যথেষ্টই রয়েছে। অর্থাৎ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই যাঁদের করোনার কোনও উপসর্গ নেই, কিন্তু তাঁরা আক্রান্ত। দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনায় সংক্রমণের হার ২৩ শতাংশের বেশি। দার্জিলিংয়ে সংক্রমণের হার ১৯ শতাংশের বেশি। উত্তর দিনাজপুরে সংক্রমণের হার ১৮.২৫ শতাংশ।

মূলত হাসপাতালে আসা রোগীর পরিজন যাদের জ্বর, সর্দি, কাশি কিছুই নেই তাদের মধ্য়ে এই সমীক্ষা চালানো হয়েছিল। তাতেই দেখা যাচ্ছে উপসর্গহীন রোগীর সংখ্যা কম কিছু নয়। সেই নিরিখে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা শীর্ষস্থানে রয়েছে। সেখানে পজিটিভিটি রেট ২৪.৭৭ শতাংশ। রাজ্যের ৯ জেলায় সংক্রমণের হার ১০ শতাংশের বেশি। সেসবের নিরিখে রাজ্যের ১১টি জায়গাকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের একটি করে হাসপাতালকে বেছে নেওয়া হয়েছিল এই সমীক্ষার জন্য। সেখান থেকেই নমুনা সংগ্রহ করা হয়েছিল। তারই নিরিখে এই পঞ্চম দফার সেন্টেনেল সার্ভে করা হয়। তারই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

তবে চিকিৎসকদের একাংশের মতে, এই রিপোর্ট দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কাজকর্ম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে হবে। কিন্তু ভিড়ের জায়গায় যাতে মাস্কটা মুখে থাকে এটা দেখতে হবে। করোনা নিয়ে এখনই গা ছাড়া ভাব দেখানো ঠিক হবে না।

ঘরে বাইরে খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.