বাংলা নিউজ > ঘরে বাইরে > Covid: সাদা কাগজ হাতে রাস্তায়, চিনে প্রতিবাদের নয়া ভাষা, নীরবে অবজ্ঞা সরকারকে

Covid: সাদা কাগজ হাতে রাস্তায়, চিনে প্রতিবাদের নয়া ভাষা, নীরবে অবজ্ঞা সরকারকে

সাংহাইতে প্রতিবাদের রাস্তায় নাগরিকরা। Eva Rammeloo/via REUTERS  (Eva Rammeloo via REUTERS)

মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও সাদা কাগজ দেখিয়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, দেশকে একদিন এর মাসুল গুনতে হবে।

কোভিড অতিমারির নানা কড়াকড়ি এখনও চলছে চিনে। আর তার জেরে এবার হাতে সাদা কাগজ নিয়ে প্রতিবাদে নামলেন পড়ুয়ারা। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে চিনের একাধিক বিশ্ববিদ্যালয়ে, রাস্তায় এই ধরনের প্রতিবাদ আন্দোলন হচ্ছে।

নানজিং, বেজিংয়ের মতো জায়গায় চলছে প্রতিবাদ কর্মসূচি। গোটা বিশ্বজুড়ে কোভিড নিয়ে যখন অনেকটাই কড়াকড়ির রাশ আলগা হয়েছে তখনও চিনে কড়াকড়ি অব্য়াহত। এনিয়ে বাসিন্দাদের মধ্যে ক্রমেই ক্ষোভ ছড়াচ্ছে বলে খবর।

সূত্রের খবর, বৃহস্পতিবার উরুমকি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ১০জনের মৃত্যু হয়েছিল। অভিযোগ উঠেছে কোভিড সতর্কতার জেরে ওই অ্যাপার্টমেন্টের প্রায় ১০০দিন ধরে লকডাউন করে রাখা হয়েছিল। তার জেরেই তারা ওখান থেকে বের হতে পারেননি বলে দাবি করা হচ্ছে।

সাংহাইতে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে একটি মোমবাতি মিছিল বের হয়েছিল। সেখানেই সাদা কাগজ দেখিয়ে প্রতিবাদ জানানো হয়। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে একজন মহিলা কমিউনিকেশন ইউনিভার্সিটি অফ চায়নার সিঁড়িতে সাদা কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অপর একজন সেটি ছিনিয়ে নিয়ে চলে যান। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও সাদা কাগজ দেখিয়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, দেশকে একদিন এর মাসুল গুনতে হবে। বেজিংয়ের জিনহুয়া বিশ্ববিদ্যালয় চত্বরেও এই ধরনের প্রতিবাদ দেখা গিয়েছে। রয়টার্স সূত্রে খবর, আন্দোলনকারীদের এক টুকরো সাদা কাগজ নিয়ে আসতে বলা হচ্ছে।

 

ঘরে বাইরে খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.