দুই সপ্তাহের মধ্যেই আরও একটি কোভিড বুস্টার টিকা পেতে চলেছে ভারত। এমনই দাবি করলেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়ালা। সম্প্রতি ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল টিকাকে কোভিড প্রতিরোধক বুস্টার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে সরকারের তরফে। এবার সিরামের তৈরি একটি টিকাও বুস্টার ডোজ হিসেবে অনুমোদন পাওয়ার দৌড়ে।
1/5সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান, আদর পুনাওয়ালা দাবি করেন, তাঁদের কোভোভ্যাক্স ভ্যাকসিনকে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কোভিড প্রতিরোধক বুস্টার টিকা হিসাবে অনুমোদন দেওয়া হবে। পুনাওয়ালা সংবাদমাধ্যমকে বলেন, ভ্যাকসিনটি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে খুব ভালো কাজ করে। (MINT_PRINT)
2/5রবিবার ভারতী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের একটি ইভেন্টের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা বলেন, 'কেন্দ্রীয় সরকারের কাছে কোভিশিল্ডের প্রচুর স্টক রয়েছে এবং আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কোভোভ্যাক্স ভ্যাকসিনকেও একটি বুস্টার টিকা হিসাবে অনুমোদন দেওয়া হবে।' (MINT_PRINT)
3/5রাজ্য ও জেলায় কোভিশিল্ড ভ্যাকসিনের অভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, আদর পুনাওয়ালা বলেন, 'কেন্দ্রীয় সরকারের কাছে কোভিশিল্ডের প্রচুর স্টক রয়েছে। তারা এটি রাজ্যকে দিতে পারে। আপাতত সিরাম ইনস্টিটিউটে কোভিশিল্ডের উৎপাদন বন্ধ রয়েছে। প্রয়োজনে আমরা ফের উৎপাদন শুরু করতে পারি। তবে কোভোভ্যাক্স ভ্যাকসিন আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে একটি বুস্টার হিসাবে অনুমোদন পাবে। এটি করোনভাইরাসটির ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভালো কাজ করে।' (MINT_PRINT)
4/5আদর পুনাওয়ালা যোগ করেৃন, 'কোভিড অতিমারীর সময়, সবাই ভারতের দিকে তাকিয়ে ছিল। আমাদের দেশের বিশাল জনসংখ্যার সত্ত্বেও আমরা সকলের যত্ন নিতে পেরেছিলাম এবং ৭০ থেকে ৮০টি দেশকেও সাহায্য করেছিলাম। এই সবই সম্ভব হয়েছিল কেন্দ্রীয় সরকারের নেতৃত্বের কারণে। আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, স্বাস্থ্যসেবা কর্মী, টিকা প্রস্তুতকারক সংস্থাসহ সবাই এক অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে।' (MINT_PRINT)
5/5সিরাম কর্তা বলেন, 'আমি সারা বিশ্বে ঘুরেছি। কিন্তু ভারতের থেকে আর কোনও দেশের কোভিড পরিস্থিতি ভালো নয়। আমি সবাইকে ভারতে থাকার জন্য অনুরোধ করব।' এদিকে আদর পুনাওয়ালাকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি টুইট করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। তিনি টুইট বার্তায় লেখেন, 'আমরা সবসময় আপনাকে ধন্যবাদ জানাতে চেয়েছি। পুরো জাতি আপনাকে ধন্যবাদ জানাতে চেয়েছে। তাই, সমগ্র জাতির পক্ষ থেকে আমরা আপনাকে বলতে চাই, 'আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ'!' (MINT_PRINT)