বাংলা নিউজ > ঘরে বাইরে > করোনা বাড়বাড়ন্ত ঠেকাতে কেন্দ্র-রাজ্য় সরকাগুলিকে ৮ পরামর্শ ল্যানসেটের

করোনা বাড়বাড়ন্ত ঠেকাতে কেন্দ্র-রাজ্য় সরকাগুলিকে ৮ পরামর্শ ল্যানসেটের

করোনা ঠেকাতে ল্যানসেটের ৮ পরামর্শ। ফাইল ছবি : পিটিআই (PTI)

দেশে করোনা বাড়বাড়ন্ত ঠেকাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে ৮টি পরামর্শ দিল ল্যানসেটের সিটিজেন কমিশন।

দেশে করোনা বাড়বাড়ন্ত ঠেকাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে ৮টি পরামর্শ দিল ল্যানসেটের সিটিজেন কমিশন। ল্যানসেটের সিটিজেন কমিশনের পরামর্শ, কেন্দ্রীয় ভাবে করোনা রোধক টিকা কিনে তা বিতরণ করা হোক। তাছাড়াও আরও ৮টি পরামর্শ দেওয়া হয়েছে ল্যানসেটের সিটিজেন কমিশনের তরফে। উল্লেখ্য, ল্যানসেটের সিটিজেন কমিশনে রয়েছেন ২১ জন বিশেষজ্ঞ।

ল্যানসেটের তরফে এই বিষয়ে বলা হয়, 'করোনার বাড়বাড়ন্তের জেরে ভারতের পরিস্থিতি খুব একটা ভালো নয়। এই পরিস্থিতি ল্যানসেটের সিটিজেন কমিশনের তরফে জরুরি ভিত্তিতে ৮টি পরামর্শ দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। এই পরামর্শগুলি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর জন্যে। করোনার জেরে মৃত্যুর হার কমাতে এই পরামর্শগুলো মানতে পারে কেন্দ্র এবং রাজ্যগুলি।'

ল্যানসেটের তরফে পরামর্শ দেওয়া হয় :

১) জরুরি স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত জেলা স্তরে।

২) জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সকল ওষুধ বা চিকিৎসা সামগ্রীর দাম স্থির করে দেওয়া।

৩) কোভিড নিয়ন্ত্রণের জন্য বৈজ্ঞানিক ভিত্তিতে জোগাড় করা তথ্য সঠিক ভাবে ছড়িয়ে দেওয়া।

৪) কী করা উচিৎ এবং কী করা উচিৎ, তা স্পষ্ট ভাবে সবাইকে বোঝানো।

৫) প্রাইভেট হোক বা সরকারে, যা রিসোর্স আছে, তার সবটাই করোনা রোধের লক্ষ্যে ব্যবহার করতে হবে।

৬) সমাজিক ভাবে মানুষকে আরও বেশি করে করোনার বিরুদ্ধে সচেতন করে তুলতে হবে এবং সবার কাছে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে দিতে হবে।

৭) নাগরিক সমাজ এবং সংস্থাগুলি যাতে বিনা বাধায় করোনা রোধক সব সরঞ্জাম পেয়ে যায়।

৮) কোনও লুকোচুরি ছাড়া স্বচ্ছ ভাবে তথ্য আদান প্রদান করা যতে জেলা স্তরেও করোনা ঠেকানোর সঠিক উপায় বের করা সম্ভব হয়।

তাছাড়া করোনার জেরে চাকরি হারানো ব্যক্তিদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার পরামর্শও দেওয়া হয়েছে ল্যানসেটেরর তরফে। এরজন্য প্রয়োজনে সরকারকে ক্যাশ ট্রান্সফার করার পরামর্শ দেওয়া হয়েছে। ল্যানসেটের তরফে বলা হয়েছে, 'মানব জাতি যেই দুর্যোগের সামনে দাঁড়িয়ে, তা ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকারের সকল ব্যক্তিকে তাদের রাজনৈতিক মতভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।'

বন্ধ করুন