মল্লিকা সোনি
কোভিড বিধির কড়াকড়ির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন চিনের এক তরুণী। এরপরই পুলিশ তাকে আটক করে। ৯দিন ধরে পুলিশ তাকে আটক করে রেখেছে বলে দাবি করা হচ্ছে পরিবারের তরফে। এনিয়ে উদ্বেগে তার পরিবার। মেয়ের পরিস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছেন মা।
এদিকে কোভিডের কড়াকড়ির বিরুদ্ধে চিনের বিভিন্ন এলাকাতেই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছিল। পুলিশও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে। দক্ষিণ চিন এলাকা থেকে পুলিশ ইয়াং জিজিং নামে ২৫ বছর বয়সী ওই তরুণীকে আটক করেছিল। এদিকে এরপর অনেককেই ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওই তরুণীকে ছাড়া হয়নি বলে তার মায়ের দাবি। তার মায়ের প্রশ্ন, মেয়েকে এখনও কেন আটকে রেখে দিয়েছে। ওই ছাত্রীর রুমমেট জানিয়েছিলেন জলের মিটার পরীক্ষা করার নাম করে ভেতরে ঢুকেছিল পুলিশ। তারা কোনও পরিচয়পত্রও দেখায়নি।
এরপর গোটা অ্যাপার্টমেন্টে তারা তল্লাশি চালায়। পরে ফোন ও ল্যাপটপ সহ তাকে তুলে নিয়ে চলে যায়।
এদিকে মেয়েকে আটক করা হয়েছে এই খবর যায় মায়ের কাছে। এরপর তিনি গত ৮ ডিসেম্বর গুয়াংঝাও এলাকায় চলে যান। কিন্তু তাকে ও তাদের আইনজীবীকে ঢুকতে দেওয়া হয়নি। মায়ের অভিযোগ, ওরা কোনও তথ্য আমায় দিতে চায়নি।
এদিকে কোভিড অতিমারির ভয়াবহ ছবি দেখেছে গোটা বিশ্ব। গোটা বিশ্বের বিভিন্ন এলাকা থেকে কোভিড কড়াকড়ি ধীরে ধীরে উঠতে শুরু করেছে। কিন্তু চিনের কড়াকড়ির বিরুদ্ধে অনেকেই সরব হতে শুরু করেছেন। আর তাদের বিরুদ্ধেই দমনমূলক ব্য়বস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তারই অন্য়তম নজির এই ঘটনা। তবে আপাতত চিন কড়া অবস্থান থেকে কিছুটা সরে আসছে। মূলত প্রতিবাদ আন্দোলনের জেরেই চিন নয়া অবস্থান নিচ্ছে বলে খবর।