বাংলা নিউজ > ঘরে বাইরে > চলছে করোনার দ্বিতীয় ঢেউ, তবুও অধিকাংশ ঠিক করে মাস্ক পরছেন না, জানাল কেন্দ্র

চলছে করোনার দ্বিতীয় ঢেউ, তবুও অধিকাংশ ঠিক করে মাস্ক পরছেন না, জানাল কেন্দ্র

মাস্ক নামিয়েই সবুজ আবির পরানো হচ্ছে। (ছবি সৌজন্য পিটিআই)

কেন্দ্রের তরফে এক রিপোর্টে জানানো হয়েছে, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এখনও মাস্ক পড়েন না।

দেশের মানুষের মাস্ক পড়ার অভ্যাস নিয়ে এবার রীতিমতো উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র।বৃহস্পতিবার কেন্দ্রের তরফে এক রিপোর্টে জানানো হয়েছে, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এখনও মাস্ক পড়েন না। পাশাপাশি মোট জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ টিকমতো মাস্ক ব্যবহার করতে পারেন। যেখানে করোনাকে রুখতে মাস্ক পড়া অত্যন্ত জরুরি বলে মনে করছে সরকার, সেখানে যদি মাস্ক পড়া এমন রিপোর্ট আসে, সেটা যে মোটেও স্বস্তিদায়ক নয়, তা বলাই বাহুল্য।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোট জনসংখ্যার অর্ধেক যারা মাস্ক পড়েন, তাঁদের মধ্যে ৬৪ শতাংশ শুধু মুখ ঢেকে মাস্ক পড়েন। নাক ঢাকেন না।তাদের মধ্যে ২০ শতাংশ আছেন, যারা থুতনির নীচে মাস্ক ব্যবহার করেন। ২ শতাংশ এমন আছেন, যারা ঘাড়ের কাছে মাস্ক রাখেন। কেন্দ্রের এই রিপোর্টে স্পষ্ট ধরা পড়েছে, মাত্র ১৪ শতাংশ মানুষ আছেন যাঁরা মাস্ক ঠিকমতো ব্যবহার করতে পারেন।

সম্প্রতি কেন্দ্রের তরফে করোনা ভাইরাসের সংক্রমণ কিভাবে ছড়াচ্ছে, সেবিষয়ে একটি স্পষ্ট ধারনা দেওয়া হয়েছে।জানানো হয়েছে, এই ভাইরাস বাতাসে ১০ মিটার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। সাধারণত হাঁচি বা কাশির থেকে যে ড্রপলেট বের হয়, সেই ড্রপলেটের মধ্যেই এই ভাইরাস থাকে এবং তা দ্রুত এক মানুষের থেকে অন্য মানুষের দেহে সংক্রমিত হতে পারে। শুধু হাঁচি বা কাশির থেকেই নয়, কেউ যদি কথা বলে, তাহলেও সেই থেকে ভাইরাস এক দেহ থেকে অন্য দেহে সংক্রমিত হতে পারে। সেই কারণেই ভাইরাস যাতে সংক্রমিত না হতে পারে, সেজন্য মাস্ক পড়াটা খুবই জরুরি।কেন্দ্রের তরফে যে পরামর্শ দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট বলা হয়েছে, মাস্ক এমনভাবে পড়তে হবে যাতে নাক বা থুতনির চারপাশে কোনও ফাঁক না থাকে। মাস্ক যদি কাপড়ের তৈরি হয়, তাহলে তা প্রতিদিন ধোয়া খুবই জরুরি।পাশাপাশি মাস্ককে সূর্যের আলোয় ফেলে রাখতে হবে।

একইসঙ্গে সার্জিকাল মাস্ক কীভাবে ব্যবহার করতে হবে, তার স্পষ্ট নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সার্জিকাল মাস্ক কখনো কাচার প্রয়োজন নেই। একটা সার্জিকাল মাস্ক একবারই ব্যবহার করা উচিত।

ঘরে বাইরে খবর

Latest News

ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.