বাংলা নিউজ > ঘরে বাইরে > নববর্ষের শুরুতেই চরমে পৌঁছাতে পারে করোনার সেকেন্ড ওয়েভ, সতর্কতা বিজ্ঞানীর

নববর্ষের শুরুতেই চরমে পৌঁছাতে পারে করোনার সেকেন্ড ওয়েভ, সতর্কতা বিজ্ঞানীর

ফাইল ছবি : পিটিআই (PTI)

চলতি এপ্রিলের মাঝামাঝি অর্থাৎ নববর্ষের গোড়ার দিকে চরমে পৌঁছাতে পারে করোনাভাইরাসের দ্বিতীয় স্রোত বা সেকেন্ড ওয়েভ। সংক্রমণের হারের গাণিতিক বিশ্লেষণ করে এমনটাই জানালেন বিজ্ঞানীরা। মে মাসের পর থেকেই অল্প অল্প করে কমতে পারে সংক্রমণের হার।

'SUTRA' নামে পরিচিত এই গাণিতিক মডেল। এর মাধ্যমেই বিশ্লেষণ করে গত বছর অগস্টে প্রথম পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই সময়ে বলা হয়েছিল যে, ২০২০ সালের সেপ্টেম্বরে শিখরে পৌঁছাবে করোনা। ২০২১ সালের ফেব্রুয়ারির দিকে একটু কমতে পারে সংক্রমণ।

আইআইটি কানপুরের গবেষক মণীন্দ্র আগরওয়াল এই গাণিতিক মডেল ব্যবহার করেই নয়া পূর্বাভাস দিয়েছেন। বর্তমানে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তার উপর ভিত্তি করে হিসাব করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, চলতি এপ্রিলের মাঝামাঝি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে সংক্রমণ।

আগামী ১৫ থেকে ২০ এপ্রিল শিখরে পৌঁছতে পারে দ্বিতীয় ওয়েভের সংক্রমণ। খুব দ্রুত হারেই সংক্রমণ বাড়বে। তবে কমবেও সেরকমই দ্রুত হারে। মে মাসের শেষে অনেকটাই কমে যাবে প্রকোপ,' পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন গবেষক।

শিখরে পৌঁছনোর সময়ে দিনে কত সংক্রমণ হতে পারে? এ বিষয়ে সঠিক করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন মণীন্দ্র। 'হিসাব অনুযায়ী সর্বোচ্চ দৈনিক ১ লাখ সংক্রমণ হতে পারে। কিন্তু এটা বাড়তে-কমতে পারে। তবে সময়টা ১৫ থেকে ২০ এপ্রিলের মধ্যেই হবে,' জানালেন বিজ্ঞানী।

মণীন্দ্র জানিয়েছেন, পুরো হিসাবটাই করা হয় করোনার পূর্ববর্তী পরিসংখ্যানের উপর ভিত্তি করে। অর্থাৎ কতজন দৈনিক সংক্রমিত হচ্ছেন, একজন সংক্রমিত ব্যক্তি কতজনকে সংক্রমিত করছেন ইত্যাদি পরিসখ্যানই এর মূলে।

মণীন্দ্র জানিয়েছেন চলতি বছরের মার্চ থেকে হঠাৎ বেড়েছে একটি পরিসংখ্যান। একজন সংক্রমিত ব্যক্তি থেকে কতজন সংক্রমিত হচ্ছেন, সেই সংখ্যা এক ধাক্কায় ৫০% বেড়েছে। সাধারণ মানুষের করোনা নিয়ে ঢিলেঢালা মনোভাবই এর জন্য দায়ী, মত বিজ্ঞানীর।

তাই চলতি মাসে করোনা সতর্কতা আরও সঠিকভাবে পালন করা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। নিয়মিত মাস্ক, স্যানিটাইজার, হাত ধোওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার অভ্যাস রাখতে হবে আমজনতাকে, এমনই মত তাঁদের।

ঘরে বাইরে খবর

Latest News

ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.