করোনাভাইরাসের টিকা নিলে নপুংসক হয়ে যাবেন - একটি মহল থেকে এমনই দাবি করা হচ্ছে। যদিও সেই জল্পনা উড়িয়ে দিলেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভি জে সোমানি। স্পষ্ট জানালেন, এই ধরনের দাবি একেবারে ভিত্তিহীন।
রবিবারই চূড়ান্ত অনুমোদন পেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। তার ফলে এবার থেকে ভারতে দুটি টিকা প্রদান শুরু করা হবে। কিন্তু তার আগেই টিকার ‘প্রভাব’ নিয়ে একটি মহল থেকে বিভিন্ন দাবি করা হচ্ছে। তাতে ইন্ধন জুগিয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ বলেছিলেন, ‘এই মুহূর্তে আমি কোভিড-১৯ টিকা নেব না। তাও কিনা যে টিকা দিচ্ছে বিজেপি। আমি কীভাবে বিজেপির টিকাকে ভরসা করতে পারি? কোনও সম্ভাবনা নেই। আমাদের সরকার তৈরি হবে, তখন প্রত্যেকে বিনামূল্যে টিকা পাবেন। আমরা বিজেপির টিকা নিতে পারব না।’
অখিলেশের মন্তব্যের রেশ ধরে সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের বিধান পরিষদের সদস্য আশুতোষ সিনহা বলেন, ‘যদি মাননীয় অখিলেশ যাদব বলে থাকেন, তাহলে গুরুতর কিছু আছে। সরকারের কাঠামোয় বিশ্বাস করি না আমরা। উনি তথ্যের ভিত্তিতে বলেছেন। উনি যদি টিকা না নেন, তাহলে করোনার টিকায় কিছু থাকতে পারে। যা ক্ষতি করতে পারে। আগামিদিনে মানুষ বলতে পারেন যে জনসংখ্যাকে হত্যা বা কমানোর জন্য টিকা দেওয়া হয়েছে। আপনি নপুংসকও হতে পারেন। যে কোনও কিছু হতে পারেন।’
যদিও সেই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ডিসিজিআই। তিনি বলেন, 'সুরক্ষা নিয়ে ন্যূনতম উদ্বেগ থাকলেও আমরা কোনও কিছুর অনুমোদন দিতাম না। হালকা জ্বর, ব্যথা এবং অ্যালার্জির মতো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি টিকার ক্ষেত্রে সাধারণ বিষয়। এটা (মানুয নপুংসক হয়ে যাবেন) একেবারেই ভিত্তিহীন।'