গত ১ মে থেকে ১৮-৪৪ বছর বয়সীদের টিকার রেজিস্ট্রেশন শুরু হয়েছে CoWIN পোর্টাল। এবার নতুন করে আপডেট করা হল CoWIN পোর্টাল। এবার থেকে রেজিস্ট্রেশনের সময়ে ভ্যাকসিনের নাম, বয়স, ফ্রি/পেইড-এর অপশন যুক্ত হল সরকারি অ্যাপে।
এতদিন কে কোন টিকা পাবেন তা গ্রহণকারী নিজে ঠিক করতে পারতেন না। এবার সেই সুযোগ মিলবে। তাছাড়া কেউ চাইলে বিনামূল্যের বদলে দাম দিয়ে কিনেও টিকা গ্রহণ করতে পারবেন। এছাড়া বর্তমানে কো-উইন পোর্টালে যুক্ত হয়েছে বয়স নির্দিষ্ট করার সুবিধাও।
যদিও টিকার স্লট মিলছে না বলে অনেকেই অভিযোগ করেছেন। অনেকেই জানিয়েছেন পিন কোড, জেলা ভরে তারপর সার্চ করেও নিকটবর্তী কোনও স্থানে স্লট ফাঁকা মিলছে না। টুইটারে এই নিয়ে অভিযোগ করেছেন অনেকে।
বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট-ও টিকার স্লট খোঁজার জন্য টুল বানিয়েছে। কিন্তু সেগুলি সবই CoWIN পোর্টালের উপর নির্ভরশীল। তাই CoWIN পোর্টালে যে তথ্য থাকবে, থার্ড পার্টি ওয়েবসাইটগুলিতেও সেই একই তথ্যাবলী থাকবে।
অনেকে যদিও এই পোর্টালে আরও বেশ কিছু আপডেট দাবি করেছেন। স্লট কবে ফাঁকা হচ্ছে, সে বিষয়ে মোবাইল নম্বর বা ইমেলে নোটিফিকেশন এলে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন অনেকে।