বাংলা নিউজ > ঘরে বাইরে > মাথাপিছু খোরাকি মাত্র ১.৬০ টাকার, সরকারি গো-শালায় বঞ্চনার শিকার ১.৮০ লাখ গোরু

মাথাপিছু খোরাকি মাত্র ১.৬০ টাকার, সরকারি গো-শালায় বঞ্চনার শিকার ১.৮০ লাখ গোরু

সরাকারি বাজেটে প্রতিদিন গোরুপ্রতি বরাদ্দ দাঁড়িয়েছে সাকূল্যে ১ টাকা ৬০ পয়সা।

রাজ্যের গো-শালাগুলিতে ১.৮ লাখ গোরু রয়েছে। প্রতিটি গোরুকে খাওয়ানোর জন্য বছরে ৬০০ টাকা ধার্য করা হয়েছে।

সরকারি কোষাগারের অবস্থা ভালো নয়। রোজের খাবারের জন্য বেঁধে দেওয়া হয়েছে মাত্র ১.৬০ টাকা। তাই কঠিন সমস্যার মুখে মধ্য প্রদেশের সরকারি গো-শালার বাসিন্দারা। 

২০২০-২১ সালের রাজ্য আর্থিক বাজেটে একলপ্তে ১৩২ কোটি টাকা থেকে কমিয়ে মাত্র ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গোরুর নিত্য খোরাকি খাতে। যার ফলে প্রতিদিন গোরুপ্রতি বরাদ্দ দাঁড়িয়েছে সাকূল্যে ১ টাকা ৬০ পয়সা যা আগে ছিল ২০ টাকা। সরকারি গো-শালায় ঠাঁই পাওয়া গোরুদের খাদ্য জোগাতে তাই হিমশিম খাচ্ছেন কর্মীরা।

গোরু পোষার খরচ তুলতে রাজ্যবাসীর থেকে চাঁদা তোলারও চেষ্টা করেছে প্রশাসন। সেই বাবদ উঠেছে সর্বমোট মাত্র ২২,০০০ টাকা। তার উপরে রাজ্য প্রাণীসম্পদ দফতরের উপরে চাপ তৈরি করা হয়েছে আরও ৭,০০০ নতুন গো-শালা তৈরি করার। 

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাণী সম্পদ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘এই বাজেটে যদি আমরা সব কাজ বন্ধ করকে শুধু গোরুর প্রতিদিনের খাবারের ব্যবস্থা করি, তাতেও কুলোনো মুশকিল। রাজ্যের গো-শালাগুলিতে ১.৮ লাখ গোরু রয়েছে। প্রতিটি গোরুকে খাওয়ানোর জন্য বছরে ৬০০ টাকা ধার্য করা হয়েছে।’

প্রাণী সম্পদ দফতরের অধিকর্তা আর কে রোকড়ে জানিয়েছেন, ‘বরাদ্দ অর্থের অভাবে আমরা মধ্য প্রদেশের ১,৩০০ এর বেশি গো-শালা চালাতে এনজিও ও গ্রাম পঞ্চায়েতগুলি থেকেও সাহায্য নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের কাছে অতিরিক্ত ১২৯ কোটি টাকা বরাদ্দের জন্য আবেদনও জানানো হয়েছে। আশা করি সেই অর্থের ব্যবস্থা করা হবে।’

ঢাকঢোল পিটিয়ে গো-সংরক্ষণের প্রচার চালানোর পরে কী কারণে এমন দুরবস্থার মুখে পড়ল রাজ্য সরকারের এই প্রকল্প? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি সরকারের গো-মাহাত্ম্য প্রচারের ইস্যুটি ফাঁকতালে লুঠ করেছে বিরোধী কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের জমানায় অন্যান্য বিষয়ে উদ্যোগ না নিলেও গো-পরিচর্যায় রাজ্যে ৬৭৭টি গো-শালা নির্মাণ করা হয় সে আমলেই। 

অন্য দিকে, নির্বাচনী প্রচারে গো-পরিচর্যায় জোর দিলেও প্রতিশ্রুতি পালনে পুরোপুরি ব্যর্থ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে থাকা বর্তমান বিজেপি সরকার। ক্ষমতায় এসে ঝড়ের গতিতে গো-শালার সংখ্যা দ্বিগুণ করলেও তা সংরক্ষণ খাতে বরাদ্দ ছেঁটে প্রতিশ্রুতি পূরণে পদে পদে ব্যর্থতার নজির গড়ছে প্রশাসন।

গো-পালন ইস্যু মাথা চাড়া দিতেই তাল ঠুকে আসরে নেমে পড়েছেন বিরোধী নেতারা। প্রাক্তন প্রাণী সম্পদ মন্ত্রী অধুনা কংগ্রেস বিধায়ক লাখান সিং যাদব তাই মন্তব্য করেছেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথই তাঁর আমলে প্রথম গো-শালা নির্মাণের অসাধারণ উদ্যোগ নেন। বিজেপি সরকার বিষয়টি নিয়ে প্রচারে অনেক কথা বললেও কার্যক্ষেত্রে উৎসাহ হারিয়ে ফেলেছে। বোঝাই যাচ্ছে, বিজেপির নেতা-কর্মীরা শুধু নাম-যশ কুড়োতেই গো-মাহাত্ম্য প্রচার করেন। ওঁরা গোরুদের নিয়ে চিন্তা-ভাবনাই করেন না।’

এই নিয়ে মধ্য প্রদেশের বর্তমান প্রাণী সম্পদ মন্ত্রী প্রেম প্যাটেল বলেন, ‘রাজ্য অর্থ মন্ত্রককে অতিরিক্ত বরাদ্দের অর্থ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। গোরুর রক্ষণাবেক্ষণ নিয়ে আমরা গভীর ভাবে ভাবছি। আগের কংগ্রেস সরকার ৩,০০০ গো-শালা তৈরির পরিকল্পনা করার পরে হাজারখানেকও তৈরি করতে পারেনি। সেখানে আমরা ৭,০০০ গো-শালা নির্মাণ করব বলে ঠিক করেছি।’ 

ঘরে বাইরে খবর

Latest News

ঘুম থেকে উঠেই এক গ্লাস জল? শরীরে ঠিক কেমন প্রভাব পড়ছে এর 'মোহনবাগান ফ্যানদের দিকে জুতো ছুড়ল ওড়িশার সমর্থকরা', তুলকালাম ম্যাচের মধ্যেই রাহুল যখন ফ্লাইং ম্যান, CSK-র বিরুদ্ধে সুপার ক্যাচ নিয়ে অবাক করলেন LSG ক্যাপ্টেন শাখা প্রশাখা ছড়াতেই মেট্রো নিয়ে উঠল গুরুতর অভিযোগ, ঘটতে পারে বড়সড় বিপদ! মায়ের বান্ধবীকে বিয়ে বিরসার! পুলে খালি গায়ে বউকে জড়িয়ে বললেন, ‘বুকে বিদিপ্তা’ প্রেমে বিশ্বাসঘাতকতা একাকিত্বের দিকে ঠেলে দিতে পারে, দেখুন আজকের প্রেম রাশিফল কমলা টুপির দৌড়ে কোহলির পরেই রুতুরাজ, বেগুনি টুপির রেসে পাঁচের মধ্যে মুস্তাফিজুর কবে ভারতে বাকি S-400 মিসাইল সিস্টেমগুলি পাঠাবে রাশিয়া? সামনে এল নয়া তথ্য LSG-র হাল না ছাড়ার মানসিকতার মধ্যে IPL 2024-এ প্রথমার্ধের সাফল্যের রহস্য লুকিয়ে বিয়েতে পাননি সুখ! ‘পালিয়ে বিয়ে করায় মায়ের মন ভেঙেছিলাম’, স্বীকার করে নিলেন জিনাত

Latest IPL News

রাহুল যখন ফ্লাইং ম্যান, CSK-র বিরুদ্ধে সুপার ক্যাচ নিয়ে অবাক করলেন LSG ক্যাপ্টেন LSG-র হাল না ছাড়ার মানসিকতার মধ্যে IPL 2024-এ প্রথমার্ধের সাফল্যের রহস্য লুকিয়ে দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.