সীতারাম ইয়েচুরির বিকল্প কে? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে সিপিএমে। কারণ সময় এসে গিয়েছে স্থায়ী সাধারণ সম্পাদক নিয়োগের। কারণ একের পর এক নির্বাচন সামনে চলে আসছে। সেটা এবারের বিহারের বিধানসভা নির্বাচন হোক অথবা বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আবার অন্যান্য রাজ্যেও নির্বাচন হতে পারে। তাই এখন স্থায়ী সাধারণ সম্পাদক দ্রুত নিয়ে আসতে চাইছে সিপিএম। কিন্তু এবার সাধারণ সম্পাদক কে হবেন? এই প্রশ্নও এখন দেখা দিয়েছে দলের অন্দরে। কিছুদিন আগেই কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়ে গেল। সেখানেও এই প্রশ্ন উঠেছিল বলে সূত্রের খবর।
সিপিএমের এখন এমন একজন সাধারণ সম্পাদক প্রয়োজন যিনি জাতীয় রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতি দুটোই সমানভাবে বোঝেন। শীর্ষ নেতারা সে কথা উপলব্ধিও করেছেন। এই আবহে বেশ কয়েকটি নাম নিয়ে সিপিএমের অন্দরে চর্চা শুরু হয়েছে। সেখানে এম এ বেবির নাম উঠে এসেছে। কিন্তু নাম উঠে এলেও বিরাট সমর্থন মেলেনি। তখন আরও দুটি নাম সামনে নিয়ে আসা হয়। ওই দুটি নাম হল—বৃন্দা কারাত এবং মানিক সরকার। এই দুটি নাম সামনে আসতেই দেখা যায়, বেশি সমর্থন পড়ে বৃন্দা কারাতের নামে। আর এটা যদি সবাই মেনে নেন তাহলে প্রথম মহিলা সাধারণ সম্পাদক পেতে পারে সিপিএম।
আরও পড়ুন: বিকল হয়ে পড়ল দার্জিলিং মেলের ইঞ্জিন, তুমুল আতঙ্ক যাত্রীদের মধ্যে, ট্রেনের পিছুটান
পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম হলেও তিনি রাজি নন নয়াদিল্লি যেতে। তাই তার নাম আগে উঠলেও এখন তা পিছনের সারিতে চলে গিয়েছে। সীতারাম ইয়েচুরি প্রয়াত হওয়ার পর প্রকাশ কারাতকেই পলিটব্যুরো সমন্বায়ক করা হয়। কিন্তু তা দিয়ে তো দীর্ঘদিন চলা সম্ভব নয়। জাতীয় রাজনীতিতে ক্রমাগত ধাক্কা দিতে একজন উপযুক্ত সাধারণ সম্পাদক প্রয়োজন। তাই বৃন্দা কারাতের দিকেই পাল্লা ভারী হয়েছে। কারণ তিনি মহিলা হলেও জাতীয় এবং রাজ্য–রাজনীতি দুটোই খুব ভাল করে বোঝেন। মহিলা মুখ ছাড়া যে এখন টিকে থাকা মুশকিল সেটাও অনুভব করেছেন কমরেডরা। কেরলের এম এ বেবি, ত্রিপুরার মানিক সরকার সেই তুলনায় একটু ব্যাকফুটে।
এবার সিপিএমের রাজনৈতিক খসড়া আগামী ১ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে। সেই রাজনৈতিক খসড়া দলিল পার্টির সর্বস্তরে পৌঁছে দেওয়া হবে। তারপর আগামী ২ থেকে ৬ এপ্রিল মাদুরাইতে অনুষ্ঠিত হবে ২৪তম পার্টি কংগ্রেস। সেখানে রাজনৈতিক খসড়া পেশ করা হবে। তার উপর হবে বিস্তর আলোচনা। আর তখন প্রকাশ্যে নিয়ে আসা হতে পারে বৃন্দা কারাতের নাম। সিপিএমের সাধারণ সম্পাদক যদি বৃন্দা কারাতকে করা হয় তাহলে সেটি হবে প্রথম মহিলা সাধারণ সম্পাদক। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।