বাংলার মতো ত্রিপুরাতেও আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করতে চলেছে সিপিএম। দলের রাজ্য কমিটির সঙ্গে বৈঠকের পর তেমন ইঙ্গিত দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এই জোটে রাখা হতে পারে আদিবাসী সংগঠন তিপ্রা মথা-কেও। তবে আসন রফার সংখ্যা কী হবে তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি সিপিএমের সাধারণ সম্পাদক।
বুধবার আগতলায় সিপিএমের সদর কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন সীতারাম ইয়েচুরি। সেখানে তিনি বলেন,'আমাদের প্রথম লক্ষ্য হল দেশকে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুক্ত করা। তাই ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে যা যা করা দরকার আমরা তাই করব।'
সে রাজ্যে বিজেপি বিরোধী শক্তি হিসাবে ভোটের লড়াইয়ে রয়েছে তৃণমূলও। নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সেখানে সংগঠনকে শক্তিশালী কাজ চালিয়ে যাচ্ছে তৃণমূল। তবে কি তৃণমূলের সঙ্গে হাত মেলানো কথা ভাবা হচ্ছে হচ্ছে দলে? এ ব্যাপারে ইয়েচুরি অবশ্য কিছু জানানি। যদিও রাজ্যে সিপিএম, তৃণমূল-বিজেপির থেকে সম দূরত্বের লাইনই বজায় রেখেছে। দিন দু'য়েক আগে দিঘার এক সভা থেকে সে কথা আবারও জানিয়ে দিয়েছেন প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
তবে কংগ্রেসের সঙ্গে যদি জোট হয়, আসন রফা ভোটের আগেই হবে। সাংবাদিক বৈঠকে ইয়েচুরি বলেন,'আসন রফা ভোটের আগে হবে। তবে আসন সংখ্যা কত হবে তা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।'
তবে কংগ্রেসের পাশাপাশি তিপ্রা-মথা-কেও সঙ্গে নিতে চাইছে সিপিএম। এই সংগঠনের নেতা প্রদ্যোৎ বর্মন একদা কংগ্রেসে ছিলেন। কংগ্রেস ছেড়ে তিনি এই সংগঠন গড়ে তোলেন। তিনি ত্রিপুরা এখন জনপ্রিয় আদিবাসী নেতা। ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (TTAADC) ক্ষমতায় রয়েছে তিপ্রা-মথা। প্রদ্যোৎ বর্মন আবার তৃণমূলের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা চালাচ্ছেন। তাই তাদের জোটে পাওয়ার বিষয়টিতে ধোঁয়াশা থাকলেও কংগ্রেসের সঙ্গে যে জোট হচ্ছে তা এক প্রকার নিশ্চিত। অন্য দিকে কংগ্রেসের তরফে এই জোটের বিষয়ে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন সে রাজ্যে দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি।
রাজ্য কমিটির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী-সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup