একটি সামান্য ফাটল দেখা গিয়েছে উত্তরাখণ্ডের পূণ্যতীর্থ বদ্রীনাথ ধামে। ইতিমধ্যেই দেশে শুরু হয়ে গিয়েছে চারধাম যাত্রা। তারই মাঝে চামোলি প্রশাসন উদ্বেগে পড়ে গিয়েছে সিংহদ্বারের ফাটল নিয়ে।
বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির তরফে প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় বলেন, 'সিংহদ্বারের ডানদিকে অল্প ফাটল দেখা গিয়েছে। এটিকে সারাই করার জন্য আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে অনুরোধ করা হয়েছে।' চামোলির জেলাশাসক বলেন, এই ফাটলের ঘটনা নতুন নয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিজেদের নিরীক্ষণ শেষ করেছে। এবার সরকারি স্তরে এর সারাই করা হবে। ফ্রিজে থাকা বাসি আলুসেদ্ধ দিয়ে বানিয়ে নিন সকালের এই ব্রেকফাস্ট! উপকরণ একনজরে
মুসৌরির স্বনামধন্য ইতিহাসবিদ গোপাল ভরদ্বাজ বলেন,'এমন ঐতিহাসিক মন্দিরে আসল ক্ষতিটি করছে হিমবাহের জল। এছাড়াও শীতে চরমভাবাপন্ন আবহাওয়া, বারবার কম্পন অসবের জন্য দায়ী।' উল্লেখ্য, দেশের চারধামের মধ্যে অন্যতম বদ্রীনাথধাম। উল্লেখ্য়, বদ্রীনাথের উন্নয়নের মাস্টার প্ল্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ড্রিম প্রজেক্ট'। উত্তরাখণ্ডে অলোকানন্দার তীরবর্তী এই মন্দির যুগ যুগ ধরে বহু প্রাকৃতিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে। তবে নতুন করে এই ফাটল নিয়ে শুরু হয়েছে উদ্বেগ।