বাংলা নিউজ > ঘরে বাইরে > Crime against women: অসমে নারীরা কতটা সুরক্ষিত? হিসেব দেখিয়ে BJP-কে বিঁধল তৃণমূল

Crime against women: অসমে নারীরা কতটা সুরক্ষিত? হিসেব দেখিয়ে BJP-কে বিঁধল তৃণমূল

বিজেপি পরিচালিত অসমে কতটা সুরক্ষিত নারীরা. তানিয়ে পরিসংখ্য়া হাজির করল তৃণমূল। প্রতীকী ছবি (AP Photo) (AP)

বিজেপির পক্ষ থেকে বার বারই দাবি করা হয় পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এখানে নারীদের অধিকার সুরক্ষিত নয়। এখানে নারীদের ধর্ষণ করা হয়, এই রাজ্যে অত্যাচারিতা হন নারীরা। এবার এনিয়েই অসমের পরিসংখ্যানকে হাজির করে পালটা বিঁধল তৃণমূল।

বিজেপির বিরুদ্ধে কার্যত অলআউট আক্রমণে নেমেছে তৃণমূল। এবার নারী সুরক্ষা নিয়ে বিজেপি পরিচালিত অসম সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছে সর্বভারতীয় তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, বিজেপি পরিচালিত অসমে ২০২১ সালে নারীদের বিরুদ্ধে সবথেকে বেশি অপরাধমূলক কাজ হয়েছে। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছে সর্বভারতীয় তৃণমূল।

তৃণমূলের কটাক্ষ, যখন আপনি নারী শক্তি, নারীদের সম্মান রক্ষার জন্য বলেন তখন আসল ব্যাপারটি হল আপনি ব্যর্থ এটা প্রমাণিত। পাশাপাশি পরিসংখ্যান দিয়ে নারীদের সুরক্ষা কতটা বিঘ্নিত হয়েছে অসমে, সেটাও তুলে ধরেছে তৃণমূল।

NCRB পরিসংখ্যান উল্লেখ করে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২১ সালে crime rate against women সবথেকে বেশি অসমে। বিজেপির নিউ ইন্ডিয়ার একেবারে উজ্জ্বল দিক। পাশাপাশি পরিসংখ্যান উল্লেখ করে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২০ সালে অসমে ক্রাইম এগেন্সট ওম্যান ছিল ১৫৪.৩। পরের বছর তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬৮.৩।

ওয়াকিবহাল মহলের মতে, কোনও রাজ্যে নারীরা কতটা সুরক্ষিত তার নিরিখে সেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটা উন্নত সেটাও বিবেচনা করা হয়। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বার বারই দাবি করা হয় পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এখানে নারীদের অধিকার সুরক্ষিত নয়। এখানে নারীদের ধর্ষণ করা হয়, এই রাজ্যে অত্যাচারিতা হন নারীরা। এবার এনিয়েই অসমের পরিসংখ্যানকে হাজির করে পালটা বিঁধল তৃণমূল।

বন্ধ করুন