দেশের সব রাজ্যে মোট ৫৫৮ জন মন্ত্রীর মধ্যে ৮৭ শতাংশই কোটিপতি। এমনটাই জানা গিয়েছে অ্যাসোয়িয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মের রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী, দেশের সব রাজ্যের মন্ত্রীদের মধ্যে ৪৮৬ জনই কোটপতি। এদিকে মোট ৫৫৮ জন মন্ত্রীর মধ্যে ৪৩ শতাংশ বা ২৩৯ জনের নামে অপরাধমূলক মামলা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুতে সর্বাধির হারে মন্ত্রীদের নামে অপরাধমূলক মামলা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, সেই রাজ্যের ৩৩ জন মন্ত্রীর মধ্যে ২৮ জন বা ৮৫ শতাংশেরই নামে অপরাধমূলক মামলা রয়েছে। এদিকে সদ্য হিমাচলপ্রদেশে সরকার গঠন করেছে কংগ্রেস। সেই সরকারের ৯ জন মন্ত্রীর মধ্যেও ৭ জনের নামে রয়েছে অপরাধধমূলক মামলা।
এদিকে বিআরএস শাসিত তেলাঙ্গানায় ১৭ জন মন্ত্রীর মধ্যে ১৩ জন বা ৭৬ শতাংশের নামে রয়েছে অপরাধধমূলক মামলা। একনাথ শিণ্ডে শিবির এবং বিজেপির জোট শাসিত মহারাষ্ট্রে ২০ জনের মধ্যে ১৫ জন বা ৭৫ শতাংশের নামে অপরাধধমূলক মামলা রয়েছে। আম আদমি পার্টি শাসিত পঞ্জাবের ১৫ জন মন্ত্রীর মধ্যে ১১ জনের নামেই অপরাধধমূলক মামলা রয়েছে। জেডিইউ-আরজেডি জোট শাসিত বিহারের ৩০ জন মন্ত্রীর মধ্যে ২১ জনের নামে অপরাধধমূলক মামলা রয়েছে। এদের মধ্যে মহারাষ্ট্রের ১৩ জন মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা দায়ের রয়েছে। তাছাড়া তেলাঙ্গানার ১০ এবং ঝাড়খণ্ডের ৭ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা দায়ের রয়েছে।
এদিকে বিহারের ১৫ জন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। তামিলনাড়ুতে ১৬ এবং পঞ্জাবে ৭ জন মন্ত্রীর নামে গুরুতর অভিযোগে মামলা দায়ের রয়েছে বলে জানা গিয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব, বিহারের পরিবেশমন্ত্রী তেজ প্রতাপ যাদব, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর নামে তো খুনের মামলা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মন্ত্রী বাবুল সুপ্রিয়র নামে মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগে মামলা রয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি সহ ১১ জন মন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কিত মামলা রয়েছে।
এদিকে রাজ্যের মন্ত্রীদের মধ্যে সব থেকে ধনী কর্ণাটকের মন্ত্রী নাগারাজু। তিনি ১২২৪ কোটি টাকার সম্পত্তির মালিক। এরপরই এই তালিকায় রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি। তিনি ৫১০ কোটি টাকার সম্পত্তির মালিক। বিজেপি বিধায়ক তথা মহারাষ্ট্রের পর্যটনমন্ত্রী মঙ্গলপ্রভাত লোধা ৪৪১ কোটি টাকার সম্পত্তির মালিক। অরুণাচলপ্রদেশ, ছত্তিশগড়, গোয়া, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, পুদুচেরি, তেলাঙ্গানা এবং উত্তরাখণ্ডের মন্ত্রী পরিষদের সবাই কোটিপতি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup