ইউরো গ্রহণ করার ফলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে আর্থিকভাবে যুক্ত হয়ে যাবে ক্রোয়েশিয়া। এর ফলে তাদের অর্থের ভান্ডার, ব্যবসায়িক লেনদেনের প্রক্রিয়া আরও সহজ হবে। ক্রোয়েশিয়া থেকে বহু মানুষ কয়েকশো মাইলের ব্যবধানে ভিন্ন দেশে যান কর্মসূত্রে। তাদের আর আগের মতো মুদ্রা বিনিময়, পাসপোর্টের ঝক্কি থাকবে না।
1/6শনিবার মধ্যরাত। নববর্ষে পদার্পণ। আর সেই সময়েই ইউরো-তে বদলে গেল ক্রোয়েশিয়ার মুদ্রা। একইসঙ্গে বিশ্বের বৃহত্তম পাসপোর্ট-মুক্ত অঞ্চলে মিশে গেল তারা। উঠে গেল সীমানার চেকপয়েন্টের বাধা। ফাইল ছবি: ব্লুমবার্গ (AFP)
2/6প্রায় তিন দশক আগের কথা। এক ভয়ানক যুদ্ধক্ষেত্রের ভষ্ম থেকে স্ফিংসের মতো জন্ম নিয়েছিল এই দেশ। এতদিন বাদে ৪০ লক্ষ বলকান যেন এক নতুন যুগে পা দিল। ফাইল ছবি: ব্লুমবার্গ (AFP)
3/6ইউরো গ্রহণ করার ফলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে আর্থিকভাবে যুক্ত হয়ে যাবে ক্রোয়েশিয়া। এর ফলে তাদের অর্থের ভান্ডার, ব্যবসায়িক লেনদেনের প্রক্রিয়া আরও সহজ হবে। ক্রোয়েশিয়া থেকে বহু মানুষ কয়েকশো মাইলের ব্যবধানে ভিন্ন দেশে যান কর্মসূত্রে। তাদের আর আগের মতো মুদ্রা বিনিময়, পাসপোর্টের ঝক্কি থাকবে না। ফাইল ছবি: এএফপি (AFP)
4/6আরও একটি সুবিধা হবে পর্যটকদের। অ্যাড্রিয়াটিক উপকূলরেখার চোখজুড়ানো সৈকত উপভোগ করতে বহু দেশের মানুষ ফি বছর সেখানে ছুটে আসেন। এবার বাকি ইউরোপের সঙ্গে অনেকেই সেটিও তাঁদের 'বাকেট লিস্টে' রাখতে পারবেন। কেন? কারণ সেই একটাই। আর পাসপোর্ট-আইডি বা মুদ্রা বিনিময়ের কোনও বাধা নেই। ফাইল ছবি: এপি (AFP)
5/6এতদিন ইউরোপীয় ইউনিয়নের বাহ্যিক সীমান্ত রক্ষার ভার ছিল স্লোভেনিয়ার হাতে। তবে এবার ইউক্রেন শেনজেন জোনের অংশ। ফলে এবার সেই বাহ্যিক সীমান্ত রক্ষার ভার থাকবে তাদের হাতে। বসনিয়া, সার্বিয়া এবং মন্টিনিগ্রো-র সঙ্গে তাদের সীমানা রয়েছে। সেই দেশ থেকে যাতে কেউ অবৈধভাবে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ না করে, তার নজরদারির দায়িত্ব থাকবে ক্রোয়েশিয়ারই হাতে। ফাইল ছবি: এএফপি (AFP)
6/6ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছিল। তবে হঠাত্ করে তো কিছুই হয় না! একদিনে তো আর এভাবে সব বদল সম্ভব নয়। ইউরো গ্রহণ করার আগে তাদের নিজেদের দেশের মুদ্রায় স্থিতিশীল বিনিময় হার আনতে হয়েছে। সেই সঙ্গে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রিত এবং সঠিক ও কঠোর অর্থনৈতিক শর্ত পূরণ করতে হয়েছে। তবে দেশের জনসংখ্যা নেহাত্ই কম হওয়ায়, ৯ বছরের ব্যবধানে তা পূরণ করেছে ক্রোয়েশিয়া। ফাইল ছবি: এএফপি (AFP)