Russian Oil- সস্তা তেল জোগাড় করা আমার কাজ,অন্যরা রাগ করতেই পারে, অকপট জয়শংকর
Updated: 17 Aug 2022, 03:15 PM ISTরাশিয়া বয়কটের ডাক সত্ত্বেও তার থেকে তেল কিনছে ভারত। কারণ একটাই, সস্তা দাম। তবে এটা ভাল চোখে দেখছে না বিশ্বের এক বৃহত্ অংশ। তাই পরে তারা এটা মেনে না-ও নিতে পারে। সোমবার এ বিষয়ে সতর্ক করে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
পরবর্তী ফটো গ্যালারি