বাংলা নিউজ > ঘরে বাইরে > বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলিং, গ্রেফতার সেনা জওয়ান

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলিং, গ্রেফতার সেনা জওয়ান

 গ্রেফতার সেনা জওয়ান। প্রতীকী ছবি

প্রাথমিক তদন্তে ওই ছাত্রী সিটকে জানিয়েছিলেন,তাঁর বয়ফ্রেন্ডের এক বন্ধু ব্যক্তিগত ছবি লিক করে দেওয়ার ভয় দেখাতেন। এমনকী অন্য ছাত্রীদের ভিডিয়ো তিনি চাইতেন।

মনদীপ নারুলা

চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ভিডিয়ো লিক মামলায় ফের আরও একজনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। অরুণাচল প্রদেশে কর্মরত এক সেনা জওয়ানকেও গ্রেফতার করা হয়েছে।

ধৃতের নাম সঞ্জীব সিং। তিনি ওই ছাত্রীকে ব্ল্যাকমেলিং করতেন বলে অভিযোগ। ছাত্রীদের ওয়াশরুমের নানা আপত্তিকর ভিডিয়ো দেখিয়ে তিনি ব্ল্য়াকমেলিং করতেন বলে অভিযোগ।

পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, ফরেনসিক ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে অরুণাচলে গিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অরুণাচল পুলিশ, অসম পুলিশ ও আর্মির সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তাকে দুদিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে। এদিকে গোটা ঘটনায় মহিলা আধিকারিকদের নিয়ে সিট গঠন করা হয়েছিল। এডিজিপি গুরপ্রীত কাউর দেও টুইট করে জানিয়েছেন, সিআইটি তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এর আগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছিল। যে ছাত্রী তাঁর ও অন্যান্য আবাসিকদের ওই আপত্তিকর ভিডিয়ো ফাঁস করতেন তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ছাত্রীর বয়ফ্রেন্ড ও হিমাচল প্রদেশের অপর যুবককে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ওই ছাত্রী সিটকে জানিয়েছিলেন,তাঁর বয়ফ্রেন্ডের এক বন্ধু ব্যক্তিগত ছবি লিক করে দেওয়ার ভয় দেখাতেন। এমনকী অন্য ছাত্রীদের ভিডিয়ো তিনি চাইতেন।

এদিকে ১৮ সেপ্টেম্বর পুলিশ জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আপত্তিকর ভিডিয়ো পাওয়া গিয়েছিল। সেটাও আবার অভিযুক্ত ছাত্রীর নিজের। পরে জানা যায় আরও অন্য ছাত্রীর ভিডিয়োও রয়েছে। তবে সেটা ততটা আপত্তিকর নয়। অভিযুক্ত ছাত্রীকে জেরা করেই ওই সেনা জওয়ানের ব্যাপারে জানতে পারে পুলিশ।

 

বন্ধ করুন