একদিনের ব্যবধানে দিল্লি বিমানবন্দর থেকে ফের যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল সোনা। স্ক্রু ড্রাইভারের ভিতরে সোনা লুকিয়ে রেখেছিল এক মহিলা যাত্রী। তবে সে রক্ষা হয়নি। শুল্ক দফতরের আধিকারিকরা ব্যাগে তল্লাশি চালাতেই স্ক্রু ড্রাইভার থেকে বেরিয়ে আসে সোনা। উদ্ধার হওয়া সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতর। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে।
আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল ছয় মাস বন্ধ থাকবে, কেন এমন সিদ্ধান্ত?
শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন উদ্ধার হওয়া সোনার পরিমাণ হল ২৫৭ গ্রাম। জানা গিয়েছে, উত্তর প্রদেশের ২০ বছর বয়সি একজন পুরুষ যাত্রী জেদ্দা থেকে দিল্লিতে নেমেছিলেন। তাকে সন্দেহ করেছিলেন আধিকারিকরা। তাই তার ওপর নজরদারি চালানো হচ্ছিল। জানা যায়, তিনি একজন মহিলা যাত্রীকে হুইলচেয়ারে করে নিয়ে যাচ্ছিলেন। ওই মহিলা যাত্রী একই উড়ানে রিয়াদ থেকে দিল্লি এসেছিলেন। উভয় যাত্রীকেই গ্রিন চ্যানেলে হয়ে যাচ্ছিলেন। সেই সময় মহিলার লাগেজের এক্স-রে করা হয়। তাতে সন্দেজনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়। পরে আরও পরীক্ষা করা হয়। তখন ব্যাগ থেকে স্ক্রু ড্রাইভার পাওয়া যায়। আর সেই স্ক্রু ড্রাইভারের ভিতরে সন্দেহজনক বস্তুর উপস্থিতি লক্ষ্য করেন আধিকারিকরা। পরে সেটি খুলতেই বেরিয়ে আসে সোনা। যার ওজন হল ২৫৭ গ্রাম। পুলিশ জানিয়েছে, এই সোনার আনুমানিক বাজারদর হল ১৮.৬২ লক্ষ টাকা। শুল্ক দফতর বাজেয়াপ্ত হওয়া সোনা নিজেদের হেফাজতে নিয়েছে।
উল্লেখ্য, এর আগের দিনই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১.৪১ সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক বিভাগ। এই ঘটনায় সোনা পাচারের অভিযোগে এক বিবাহিত দম্পতিকে গ্রেফতার করেছে শুল্ক দফতর।শুল্ক আধিকারিকরা জানান, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার পরিমাণ হল দেড় কেজির বেশি। ১৫টি ধাতব তারের আকারে ট্রলি ব্যাগের আস্তরণের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল সোনা।
শুল্ক দফতর জানিয়েছে, আধিকারিকরা একজন মহিলা যাত্রীর ট্রলি ব্যাগের আস্তরণের ভিতরে লুকিয়ে রাখা চারটি ধাতব তারের আকারে সোনা রেখেছিল। তাদের কাছ থেকে মোট ১.৯ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। এর বাজারদর হল ১.৪১ কোটি টাকা। অভিযুক্ত স্বামী ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে শুল্ক দফতর। এর আগে বিভিন্ন সময়ে দিল্লি বিমানবন্দর থেকে সোনা উদ্ধার হয়েছে।