সাইক্লোন দানার বিপর্যয়ের মাঝেই এল সুখবর। ওড়িশায় এই বিপর্যয়ের ঝড় বৃষ্টির মাঝেই ওড়িশায় নানান হেল্থ সেন্টার ও মাতৃগৃহ সেন্টারে ১৬০০ শিশুর জন্ম হয়। এই সুখবরে খুশি প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। ওড়িশা প্রশাসন সূত্রে খবর, সদ্যোজাতরা সুস্থ রয়েছে। এর আগে, ঝড় আসার আগে কয়েক হাজার গর্ভবতীকে সরানো হয় নানান সেন্টারে।
উল্লেখ্য়, ওড়িশায় গভীর রাতে আছড়ে পড়ে সাইক্লোন দানা। রাতে হয় ল্যান্ডফল। এদিকে, বিপর্যয়ের মাঝেও ওড়িশায় আগে থেকেই একাধিক প্রস্তুতি নেওয়া হয় পরিস্থিতি মোকাবিলা করতে। আর তার দিকে তাকিয়েই ৪,৪৩১ জন গর্ভবতীকে সেদিন নানান সেন্টারে সুরক্ষিত করে রাখা হয়। গত দুই দিন ধরে এই গর্ভবতীদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলে। যদিও জানা যাচ্ছে, ওড়িশায় ঝড় বৃষ্টির জেরে একজনের মৃত্যু হয়েছে, তবে প্রশাসন বলছে, ৮২ বছর বয়সে হেমলতা নায়কের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি সাইক্লোনের ত্রাণ শিবিরে ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
( Mamata on Snake: ‘ছোবল মারলে এক সেকেন্ডে শেষ, ট্রিটমেন্টের সুযোগ পায়না’, কোন সাপের কথা বললেন দিদি?)
( Mamata on Snake: ‘ছোবল মারলে এক সেকেন্ডে শেষ, ট্রিটমেন্টের সুযোগ পায়না’, কোন সাপের কথা বললেন দিদি?)
এদিকে, পূর্বাভাস মতোই ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মাঝে ল্যান্ডফল হয় সাইক্লোন ‘দানা’র। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিমি। ওড়িশা সরকার জানিয়েছে, ৫,৮৪,৮৮৮ জনকে নিরাপদে ত্রাণ শিবিরে সরিয়ে আনা হয়। মোট ৬,০০৮ ত্রাণ শিবিরে দুর্গতদের সরিয়ে আনা হয়। ২৯২ মেডিক্যাল টিম ও ১৫৫ পশুচিকিৎসকের টিমও মোতায়েন রয়েছে পরিস্থিতির জেরে। ওড়িশার পাবলিক রিলেশনসের তরফে বলা হয়েছে,' মুখ্যমন্ত্রী খুশি হয়েছিলেন যে মাতৃ হোমে এবং স্বাস্থ্যসেবা সুবিধাগুলিতে ৪৪৩১ জন প্রত্যাশিত মায়ের মধ্যে প্রায় ১৬০০ জন মহিলা তাদের নবজাতকের জন্ম দিয়েছেন যেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে গত দু'দিনে তাদের আনা হয়েছিল।'