আন্দামানের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে আগেই সতর্কতা জারি করেছে মৌসমভবন। উল্লেখ্য, বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের কিয়কপিউয়ের মাঝ বরাবর জায়গায় মোকার ল্যান্ডফল হওয়ার আশঙ্কা রয়েছে।
1/4আন্দামানে ইতিমধ্যেই নিম্নচাপের কারণে বর্ষণ শুরু হয়েছে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিক ও সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আকাশে ঘণীভূত হতে শুরু করেছে গভীর নিম্নচাপ। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পোর্ট ব্লেয়ার থেকে ৫১০ কিলোমিটার দূরত্বে অবস্থান করেছে নিম্নচাপ। তবে লাখ টাকার প্রশ্ন একটাই যে বাংলায় মোখা কতটা প্রভাব ফেলবে?
2/4জানা যাচ্ছে, বঙ্গোপসাগরের ওপরে বিদ্যমান নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। আবহাওয়া দফতরের আভাস অনুযায়ী এই নিম্নচাপ ১০ মে বিকেল থেকে ওই এলাকায় ঝড়ের রূপ ধারণ করতে শুরু করবে। আবহাওয়া দফতর বলছে, ৯ থেকে ১১ মে আন্দামানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। এরপর ১২ মে সেখানে বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে মোখার জন্মের আগে, নিম্নচাপের পরিস্থিতি এভাবেই এগোবে বলে জানা যাচ্ছে।
3/4আন্দামানের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে আগেই সতর্কতা জারি করেছে মৌসমভবন। এদিকে, জানা গিয়েছে, ১০ মের পর এই সাইক্লোন উত্তর পশ্চিম দিকে যেতে থাকবে। ঝড় ভয়াবহ আকার নেবে ১১ মে সকালে। বিকেল অবধি বর্ষণ তীব্র হবে বঙ্গোপসাগরে ও তার সংলগ্ন দক্ষিণ পূর্ব প্রান্তে। এরপর তা দক্ষিণ পূর্ব বাংলাদেশ, উত্তর মায়ানমারের ওপর দিয়ে এগোতে থাকবে। উল্লেখ্য, বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের কিয়কপিউয়ের মাঝ বরাবর জায়গায় মোকার ল্যান্ডফল হওয়ার আশঙ্কা রয়েছে।
4/4জানা যাচ্ছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার থেকে ১৪০০ কিমি দূরে রয়েছে। ১৪ মে দুপুরের আগে বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের কিয়উকিপু-র মধ্যবর্তী উপকূলে ঝড়ের আছড়ে পড়ার আভাস পাওয়া যাচ্ছে। মোখার রোডম্যাপের যে আভাস উঠে এসেছে, তাতে জানা যাচ্ছে, তা ১২ মের পর বাংলাদেশ ও পরে মায়ানমারের উফকূলের দিকে বাঁক নেবে। ফলে বাংলায় দুর্যোগের আশঙ্কা নেই। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মোকার জেরে সপ্তাহের শেষে কমতে পারে গরমের দাপট। তবে মোকার দাপট ঠেকাতে বাংলার উপকূলবর্তী এলাকায় রয়েছে প্রস্তুতি, প্রহরা ও পর্যাপ্ত সতর্কতা।