বাংলা নিউজ > ঘরে বাইরে > Cyclone Nisarga Update: কিছুটা দুর্বল হল নিসর্গ, ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক শাহের

Cyclone Nisarga Update: কিছুটা দুর্বল হল নিসর্গ, ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক শাহের

নিসর্গ ঘূর্ণিঝড়ের সতর্কতায় সমুদ্রতটে ফিরে আসছে নৌকা (ছবি সৌজন্য পিটিআই)

আমফানে বিধ্বস্ত রয়েছে ভারতের পূর্ব প্রান্ত। এবার চ্যালেঞ্জ পশ্চিম প্রান্তে।

দিনকয়েক আগেই ভারতের পূর্ব প্রান্তে তছনছ করে দিয়েছে আমফান। সেই রেশ কাটার আগে দেশের পশ্চিম প্রান্তে ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড় নিসর্গ। আমফানের থেকে সেটির বেগ কম হলেও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র।

বরং নয় ঘূর্ণিঝড়েপ মোকাবিলায় কীভাবে প্রস্তুতি নেওয়া হবে, তা নিয়ে সোমবার একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিএমএ), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), মৌসম ভবন এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর শীর্ষ কর্তারা।

পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, সেই বৈঠকের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকবে এবং গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছেন শাহ। ছিলেন দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের প্রশাসক প্রফুল্ল প্যাটেল। বৈঠকে যাবতীয় কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দেওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবিলায় কী কী প্রয়োজন আছে, তাও তাঁদের বিস্তারিতভাবে জানাতে বলেন শাহ।

এদিকে, সকালের তুলনায় কিছুটা দুর্বল হয়েছে নিসর্গ। মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, সোমবার বিকেল সাড়ে পাঁচটার সময় সেটি পানজিমের দক্ষিণ-পশ্চিমে ৩১০ কিলোমিটার, মুম্বইয়ের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৫৭০ কিলোমিটার এবং সুরাতের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৮০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় পূর্ব-মধ্য আরব সাগরের উপর তা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। প্রাথমিকভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত সেটি উত্তরদিকে যাবে। পরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক খেয়ে আগামী বুধবার বিকেল নাগাদ উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত উপকূলের হরিহরেশ্বর (মহারাষ্ট্রের রায়গড় জেলায়) এবং দমনের মধ্য দিয়ে ঘূর্ণিঝড় স্থলভূমিতে প্রবেশ করবে। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। কখনও কখনও তা বেড়ে ঘণ্টায় ৯০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। সকালের বুলেটিনে জানানো হয়েছিল, ঘণ্টায় ঝড়ের গতিবেগ ১০৫ থেকে ১১৫ কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করবে।

দুর্যোগের মাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হলেও কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। ইতিমধ্যে গুজরাতে ১৩ টি দল পাঠিয়েছে এনডিআরএফ। দুটি দলকে স্ট্য়ান্ড-বাই হিসেবে রাখা হয়েছে। মহারাষ্ট্রে ন'টি দলকে মোতায়েন করা হয়েছে। সাতটি দলকে রিজার্ভ হিসেবে তৈরি থাকতে বলা হয়েছে। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ে একটি করে দল মোতায়েন করেছে এনডিআরএফ। উপকূলবর্তী এলাকার নীচু এলাকা থেকে মানুষদের উদ্ধারের কাজে রাজ্য সরকারকে সাহায্য করছে তারা।

ঘরে বাইরে খবর

Latest News

নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড 'শুধুই মেরুকরণ, কোনও ধর্মীয় কাটামোর জন্য আমি ১ টাকাও দেব না', সাফ জানালেন বিদ্যা মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা গ্রহণ করেও পদক্ষেপ স্পষ্ট করল না HC ‘‌আগে দেবাংশুর সঙ্গে লড়ুন’‌, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন তাপপ্রবাহের দানবীয় দাপট বাংলায়! রয়েছে বৃষ্টিরও খবর, আবহাওয়ার আপডেট একঝলকে বড়দের সাথে একমঞ্চে বসলেন না, ভিড়ের হাত থেকে বাবাকে আগলে ‘লক্ষ্মীছেলে’ অভিষেক দ্বিতীয় বার গরম করেন নাকি এই খাবারগুলি? খুব ভুল কাজ করেন চোখে জল, চপার থেকে নামতেই দেবের পা জড়িয়ে ধরলেন মহিলা, তারপর? দেশে ফিরেই সরকারকে এক হাত নিলেন ভারতের পতাকা ওড়ানো পাকিস্তানি খেলোয়াড় কেন্দ্রীয় মন্ত্রীর কথপোকথনের অডিও গেহলটই দিয়েছিলেন তাঁর সহায়ককে! দাবি লোকেশের

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.