বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলা ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করল প্রতিবেশী বাংলাদেশ। ঘূর্ণিঝড় কোথায় আঘাত হানবে এই নিয়ে নির্দিষ্ট কোনও পূর্বাভাস না থাকলেও প্রাণ ও সম্পত্তি রক্ষায় আগেভাবে তৎপর হয়েছে সেদেশের সরকার। একথা জানিয়েছেন সেদেশের বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ মন্ত্রী এনামুর রহমান।
শনিবার এক পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৮ অক্টোবর উত্তর আন্দামান সাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। যা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করবে। ২০ অক্টোবর সেটি নিম্নচাপের আকার নেবে। তবে তার পরে আর কথা বাড়ায়নি আলিপুর আবহাওয়া দফতর।
ওদিকে ঘূর্ণিঝড়ের সতর্কতা প্রথম দিয়েছিল মার্কিন আবহাওয়া সংস্থা GFS. এর পর একে একে আবহাওয়ার পূর্বাভাসের ৫টি মডেলই ঘূর্ণিঝড় আসতে চলেছে বলে জানিয়ে দিয়েছে। তবে সেটি কোথা দিয়ে ভূভাগে প্রবেশ করবে সে ব্যাপারে নানা মুনির নানা মত। তবে অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের মধ্যে কোনও একটি জায়গা দিয়ে ঝড়টি ভূভাগে প্রবেশ করতে পারে জানিয়েছে সবাই।
বাংলাদেশের মন্ত্রী জানিয়েছেন, ‘উপকূলে বার্তা পৌঁছেছে। আশ্রয় কেন্দ্রগুলি তৈরি রাখা হচ্ছে।’ মডেল ভেদে ঘূর্ণিঝড়টি কালীপুজোর রাতে বা তার পর দিন ভূভাগে আঘাত হানতে পারে।