বাংলা নিউজ > ঘরে বাইরে > Cyclone Sitrang Update in Bangladesh: ঘূর্ণিঝড় সিত্রাং: বাংলাদেশে বাতিল মোট ৬৩ বিমান, ছাড়ল না কলকাতাগামী ফ্লাইটও

Cyclone Sitrang Update in Bangladesh: ঘূর্ণিঝড় সিত্রাং: বাংলাদেশে বাতিল মোট ৬৩ বিমান, ছাড়ল না কলকাতাগামী ফ্লাইটও

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জেরে বৃষ্টিতে জলমগ্ন ঢাকার রাস্তা। (REUTERS)

Cyclone Sitrang Update in Bangladesh: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বাংলাদেশে মোট ৬৩ টি বিমান বাতিল করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আড়াই ঘণ্টা বন্ধ ছিল। সিত্রাংয়ের কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছ ভেঙে পড়ে য়ায়।

সিত্রাংয়ের কারণে বাংলাদেশে মোট ৬৩ টি বিমান বাতিল করা হয়েছে। গাছ পড়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আড়াই ঘণ্টা বন্ধ।

সিত্রাংয়ের জন্য সোমবার সন্ধ্য়া থেকেই ঢাকায় ঝোড়ো হাওয়া বইতে থাকে। খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, বরিশাল, কক্সবাজারে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। সবমিলিয়ে মোট ৬০টি অভ্যন্তরীণ ও তিনটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।

ডিডাব্লিউ বাংলার কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ঢাকায় শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচলের কোনও বিঘ্ন ঘটেনি। তবে চারটি বিমান অন্যত্র নেমেছে। তার মধ্যে চেন্নাই থেকে আসা একটি বিমানও আছে।

বিমানের ১০টি অভ্যন্তরীণ ফ্লাইট, নভোএয়ারের ২২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ইউএস-বাংলার ২৮টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানের বাতিল ১০টি ফ্লাইটের মধ্যে চারটি কক্সবাজারের এবং ছয়টি চট্টগ্রামের ফ্লাইট ছিল।

বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, 'সোমবার বেলা ৩টা থেকে মঙ্গলবার দুপর পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বরিশালের নির্ধারিত ফ্লাইটগুলো রিশিডিউল করা হয়েছে। এছাড়া সোমবার সন্ধ্যায় বিমানের কলকাতাগামী ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়েছে।'

সিঙ্গাপুর থেকে আসা বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি প্রবল হাওয়ায় শাহজালালে নামতে না পেরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ৭৮ জন যাত্রী নিয়ে সিলেটে নামে বলে জানান তিনি।

তীব্র বাতাসের কারণে সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেন্নাই থেকে আসা ফ্লাইটটি শাহজালালে অবতরণে ব্যর্থ হয়ে সিলেটের ওসমানি বিমানবন্দরে নামে। একইভাবে বিমানের সিঙ্গাপুর থেকে আসা একটি উড়োজাহাজ ঢাকায় নামতে না পেরে সিলেটে নামে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আড়াই ঘণ্টা বন্ধ ছিল। সিত্রাংয়ের কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছ ভেঙে পড়ে য়ায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে নয়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে সোনারগাঁ স্টেশনের একটি টিম বেরিয়ে পড়ে৷ লোকেশন খুঁজে পেতে কিছুটা সময় লাগে৷ পরে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় গাছ দুটি পড়ে থাকতে দেখা যায়৷ গাছ দুটি সরাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি হাইওয়ে থানা পুলিশও কাজ করেছে৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

পরবর্তী খবর

Latest News

'গানের পিণ্ডি চটকে…', সারেগামাপায় গৌতমের বেণীমাধব গান শুনে বিদ্রুপ নেটপাড়ার ‘‌বিনীত গোয়েল আপরাইট অফিসার’‌, দল–সাংসদ পদ ছেড়েও পুলিশ কমিশনারের প্রশংসায় জহর ‘টেক্কা’র জোকারের সঙ্গে আলাপ করালেন দেব! ঝাড়ু হাতে প্রকাশ্যে এলেন 'ইকলাখ' সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা, সতর্ক করল IMD কলকাতায় চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গণধোলাই জনতার আজ তেমন নাহলেও বুধ থেকে বৃষ্টি বাড়বে, ভারী বর্ষণ বাংলার জেলায়-জেলায়, কোথায়? ভিনেশের ভালো মানুষির সুযোগ নিল কংগ্রেস! ওর ২০২৮-এ সোনা জেতা উচিত ছিল-মহাবীর ফোগট মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আর্জি, RG Kar-এর প্রতিবাদ নিয়ে কী বলছে টলিউড? সংকটজনক সীতারাম ইয়েচুরি! CPIMর সাধারণ সম্পাদক রয়েছেন ‘রেসপিরেটরি সাপোর্টে’ উত্তরবঙ্গের নদীগুলির সংস্কার করতে এল প্রস্তাব, দুশো কোটির বরাদ্দ চাইল সেচ দফতর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.