বাংলা নিউজ > ঘরে বাইরে > Cyclone Sitrang in Bangladesh: ১০০ কিমিতে বাংলাদেশে দাপট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের, ভাঙল বাড়ি, ক্ষতিগ্রস্ত আমন ধান

Cyclone Sitrang in Bangladesh: ১০০ কিমিতে বাংলাদেশে দাপট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের, ভাঙল বাড়ি, ক্ষতিগ্রস্ত আমন ধান

১০০ কিমিতে বাংলাদেশে দাপট ঘূর্ণিঝড় সিত্রাং, ভাঙল বাড়ি, ক্ষতিগ্রস্ত আমন ধান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

Cyclone Sitrang in Bangladesh: বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আপাতত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট হয়ে নিম্নচাপটি আসামের দিকে ঘুরে যেতে পারে। ফলে এর প্রভাবে এই গোটা অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

ঘূর্ণিঝড় আর কোটালের যৌথ দাপটে বাংলাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। তবে স্থলভাগে প্রবেশ করেই শক্তি হারিয়েছে সিত্রাং।

৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ভোলার পাশ দিয়ে বরিশাল এবং চট্টগ্রাম উপকূল অঞ্চল দিয়ে স্থলভাগে প্রবেশ করে সিত্রাং। প্রায় সারা রাত ধরেই এর দাপট টের পেয়েছেন উপকূলের মানুষ। ঝড়ের তীব্রতা সাংঘাতিক না হলেও অমাবস্যায় কোটাল থাকার কারণে স্বাভাবিকের চেয়ে বেশ কয়েক ফুট বেশি উচ্চতায় জোয়ার হয়েছে। যার জেরে ভেসেছে উপকূল। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ সকাল পর্যন্ত পাওয়া না গেলেও সব মিলিয়ে নয়জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে কুমিল্লায় তিন, ভোলায় দুই, বরগুনায় এক, নাড়াইল এবং সিরাজগঞ্জে যথাক্রমে একজন করে ব্যক্তির মৃত্যুর কথা জানা গিয়েছে।

ঝড় এবং জলোচ্ছাসের কারণে মাঠের আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু জায়গায় বাড়ি ভেঙেছে, রাস্তায় গাছ ভেঙে পড়েছে। নারায়ণগঞ্জ-ফরিদপুরের মহাসড়ক গাছ পড়ে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিল। সকালে তা আবার খুলে গিয়েছে।

আরও পড়ুন: Cyclone Sitrang Weather Improvement: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের দাপট কাটিয়ে কখন থেকে কমবে বৃষ্টি? ঝড়ের বেগ কখন কমে যাবে?

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আপাতত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট হয়ে নিম্নচাপটি আসামের দিকে ঘুরে যেতে পারে। ফলে এর প্রভাবে এই গোটা অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী দু'দিনে নিম্নচাপটি ক্রমশ দুর্বল হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

ঘূর্ণিঝড় আসার আগে মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দরে সাত নম্বর বিপদসংকেত জারি করা হয়েছিল। ঝড় স্থলভাগে প্রবেশ করার পর তা তিনে নামিয়ে আনা হয়।

উপকূল বিদ্যুৎহীন

ঝড় আসবে বলে উপকূলের বেশ কিছু অঞ্চলে সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও বাগেরহাট জেলার বিদ্যুৎ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ঝড়ের কারণে বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বন্ধ রাখতে হয়েছে বেশ কিছু জায়গায়। মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে কোনও কোনও এলাকায় বিদ্যুৎ ফিরলেও সর্বত্র এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। আর বিদ্যুৎ বন্ধ থাকায় বহু জায়গায় মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না।

আরও পড়ুন: Cyclone Sitrang Highlights: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিপদ প্রায় কেটে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে, বাংলাদেশে বৃষ্টি

আবহাওয়া দফতরের প্রাথমিক পূর্বাভাস ছিল সাইক্লোনটি মঙ্গলবার সকালে বরিশাল এবং চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চলে স্থলভাগে প্রবেশ করবে। যে কারণে, সোমবার সকাল থেকে উপকূলবর্তী অঞ্চলের মানুষদের প্রায় সাত হাজার আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে ছয় লাখেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন।

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

পরবর্তী খবর

Latest News

‘উই ট্রায়েড আওয়ার বেস্ট,আশা করি জনগণ আমায় ক্ষমা করবেন’, বার্তা দিদির ঐন্দ্রিলার 'অত্যাচারে' নাজেহাল অঙ্কুশ! আফসোস করে কেন লিখলেন, ‘গিনিপিগ হতে…’ শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং পিছিয়ে পড়েও কাস্টমসের বিরুদ্ধে দাদাগিরি ইস্টবেঙ্গলের, জয় পেল মহামেডানও ফ্যানদের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন এই তারকারা, কোনও রকমে সামলেছিলেন নিজেদের ডাক্তারদের আন্দোলন,‘সুপ্রিম কোর্টের রায়ের কোনো মূল্য নেই?’প্রশ্নে রানা লিখলেন.. চওড়া ব্যাট নিয়ে রান তোলার চেষ্টা, কারচুপি ধরা পড়তেই বিরাট শাস্তি কাউন্টি দলকে লাইভ সম্প্রচারে সমস্যা আছে, বেঁকে বসলেন মমতা, ভয় পাচ্ছেন? পালটা চিকিৎসকরা 'এই প্রথমবারের জন্য...', টেক্কার টিজার আসার আগেই বড় আপডেট দিলেন সৃজিত! দেবের ছব আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৩ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.