বাংলা নিউজ > ঘরে বাইরে > Cyrus Mistry Accident: সাইরাসদের গাড়িতে চালকের আসনে ছিলেন কোন মহিলা? তাঁর ভুলেই কী এই দুর্ঘটনা?

Cyrus Mistry Accident: সাইরাসদের গাড়িতে চালকের আসনে ছিলেন কোন মহিলা? তাঁর ভুলেই কী এই দুর্ঘটনা?

গুজরাটের আমদাবাদ থেকে মুম্বই ফেরার পথে গতকাল এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান তথা শাপুরজি পালোনজি গোষ্ঠীর এমডি সাইরাস মিস্ত্রি। বিলাসবহুল গাড়িটি কী কারণে দুর্ঘটনার কবলে, চালকের আসনে কে ছিলেন, গাড়িতে আরও কারা ছিলেন... এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে ইতিমধ্যেই।

অন্য গ্যালারিগুলি