গুজরাটের আমদাবাদ থেকে মুম্বই ফেরার পথে গতকাল এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান তথা শাপুরজি পালোনজি গোষ্ঠীর এমডি সাইরাস মিস্ত্রি। বিলাসবহুল গাড়িটি কী কারণে দুর্ঘটনার কবলে, চালকের আসনে কে ছিলেন, গাড়িতে আরও কারা ছিলেন... এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে ইতিমধ্যেই।
1/4জানা গিয়েছে, মহারাষ্ট্রের পালঘরের কাছে যখন সাইরাসের মার্সিডিজটি দুর্ঘটনার কবলে পড়ে, তখন চালকের আসনে ছিলেন মুম্বইয়ের ওই স্ত্রী-রোগ বিশেষজ্ঞ অনহিতা পান্ডোলে। তাঁর বয়স ৫৫ বছর।
3/4পুলিশের আধিকারিকদের দাবি, সাইরাসদের গাড়ি অনেক গতিতে ছুটছিল। অন্য একটি গাড়িকে বাঁ দিক থেকে অতিক্রম গিয়েই ডিভাইডারে ধাক্কা মারে মার্সিডিজটি। এতেই দুর্ঘটনার কবলে পড়েন সাইরাসরা। অকালে প্রাণ হারান এই ব্যবসায়ী।
4/4 দুপুর তিনটে ১৫ মিনিট নাগাদ পালঘরের চারোটিতে সূর্য নদীর উপর সেতুর ডিভাইডারে ধাক্কা মারে সাইরাসের মার্সিডিজ। দুর্ঘটনাস্থলের ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো মার্সিডিজ গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে। সামনের চাকার দুমড়ে গিয়েছে।