Cyrus Mistry Death: ৯ মিনিটে ২০ কিমি! ‘উড়ন্ত’ মার্সিডিজে এয়ারব্যাগেও কেন প্রাণ বাঁচাল না সাইরাসের?
Updated: 05 Sep 2022, 11:13 AM ISTপ্রাথমিক ভাবে ধারণা করা হয়েছিল যে গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সাইরাস মিস্ত্রিদের গাড়ি। জানা গিয়েছে, মাত্র ৯ মিনিটে ২০ কিলোমিটার পার করেছিল সাইরাসদের মার্সিডিজটি। তবে দুর্ঘটনার পর এয়ারব্যাগ খুলে এসেছিল গাড়িটিতে। তাও কেন মৃত্যু হল সাইরাস মিস্ত্রি এবং তাঁর এক সহযাত্রীর?
পরবর্তী ফটো গ্যালারি