বাংলা নিউজ > ঘরে বাইরে > Cyrus Mistry Death: সাইরাস মিস্ত্রির মৃত্যুর ঘটনায় FIR মুম্বইয়ের স্ত্রী-রোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে

Cyrus Mistry Death: সাইরাস মিস্ত্রির মৃত্যুর ঘটনায় FIR মুম্বইয়ের স্ত্রী-রোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে

সাইরাস মিস্ত্রির মৃত্যুর ঘটনায় FIR মুম্বইয়ের স্ত্রী-রোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে (PTI)

সাইরাসের মৃত্যুর ঘটনায় এফআইআর রুজু করা হল মুম্বইয়ের স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডঃ অনহিতা পান্ডোলের নামে। উল্লেখ্য, দুর্ঘটনার দিন তিনি সেই গাড়ি চালাচ্ছিলেন। অনহিতা বর্তমানে এইচএন রিলায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

মহারাষ্ট্রের পালঘরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ৫৪ বছর বয়সে প্রাণ হারিয়েছিলেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। সেই ঘটনায় এবার এফআইআর রুজু করা হল মুম্বইয়ের স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডঃ অনহিতা পান্ডোলের নামে। উল্লেখ্য, দুর্ঘটনার দিন তিনি সেই গাড়ি চালাচ্ছিলেন। অনহিতা বর্তমানে এইচএন রিলায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, এই ঘটনার সাক্ষী তথা অনহিতার স্বামী ড্যারিয়াস সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পুলিশের কাছে তিনি তাঁর বয়ান দেন। এরপরই অনহিতার বিরুদ্ধে এফআইআর করা হয়। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর দুপুর তিনটে ১৫ মিনিট নাগাদ পালঘরের চারোটিতে সূর্য নদীর উপর সেতুর ডিভাইডারে ধাক্কা মারে সাইরাসের মার্সিডিজ। দুর্ঘটনাস্থলের ভিডিয়োয় দেখা যায়, কালো মার্সিডিজ গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে। সামনের চাকাও দুমড়ে গিয়েছে। এদিকে দুর্ঘটনায় সাইরাসের পাশাপাশি মৃত্যু হয়েছিল ড্য়ারিয়াস পান্ডোলের ভাই জাহাঙ্গির পান্ডোলের।

পুলিশের আধিকারিকদের দাবি, সাইরাসদের গাড়ি অনেক গতিতে ছুটছিল। অন্য একটি গাড়িকে বাঁ দিক থেকে অতিক্রম গিয়েই ডিভাইডারে ধাক্কা মারে মার্সিডিজটি। এতেই দুর্ঘটনার কবলে পড়েন সাইরাসরা। অকালে প্রাণ হারান এই ব্যবসায়ী। পুলিশ আধিকারিক জানিয়েছেন, পালঘরের সূর্য নদীর সেতুর কাছে সরু হয়ে যাওয়া রাস্তার তৃতীয় লেন থেকে গাড়িটিকে দ্বিতীয় লেনে ঘোরাতে পারেননি অনহিতা। কাসা পুলিশ স্টেশনের তরফে জানানো হয়েছে, ড্যারিয়াসের বয়ান এবং গাড়ি প্রস্তুতকারী সংস্থার রিপোর্টের ওপর ভিত্তি করে অনহিতার বিরুদ্ধে ‘অবহেলার কারণে মৃত্যু’র ধারায় মামলা রুজু করা হয়েছে।

বন্ধ করুন