বাংলা নিউজ > ঘরে বাইরে > DA case in SC Latest Updates: DA মামলার শুনানি স্থগিত সুপ্রিম কোর্টে, কবে শীর্ষ আদালতে পরীক্ষার মুখে রাজ্য?
ডিএ মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগামী ৫ ডিসেম্বর (সোমবার) শীর্ষ আদালতে মহার্ঘ ভাতা মামলার শুনানি হবে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
সুপ্রিম কোর্টে ডিএ মামলার আপডেট
- কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে। সেদিন শুনানি হবে।
- কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আপাতত ডিএ মামলাটি শুনানির জন্য ওঠেনি। মধ্যাহ্নভোজের বিরতির পর সেই মামলা সুপ্রিম কোর্টে উঠবে বলে আশা করছেন তিনি।
- আজ সুপ্রিম কোর্টে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের হয়ে সওয়াল করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিমরা।
- দিল্লি থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলা। তিনি বলেন, ‘আমাদের আশা, আজই কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠাবে সুপ্রিম কোর্ট।’
- সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা।
- আরও পড়ুন: 5th Pay Commission DA: ‘প্যাঁচে’ পড়বে রাজ্য? DA মামলায় কি এবার সুপ্রিম কোর্টে শিক্ষকরা? চলছে আলোচনা
- রাজ্যের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে, তা নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছে। হাইকোর্টের নির্দেশে হাইকোর্টে হলফনামা পেশ করেছেন রাজ্য সরকারের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিব মনোজ পন্ত। হলফনামায় রাজ্য সরকার দাবি করেছিল, যদি হাইকোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে হয়, তাহলে রাজ্যের উপর ভয়ঙ্কর আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে।
- আরও পড়ুন: DA-র দাবিতেও গণছুটিতে নামছেন রাজ্য সরকারি কর্মীরা! চলবে লাগাতার অবস্থান
- সুপ্রিম কোর্টে মামলার মধ্যেই কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। হাইকোর্টের ২০ মে'র রায় মেনে বকেয়া ডিএ মিটিয়ে না দেওয়ায় সেই মামলা দায়ের করেছে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন - কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ।
- ২০১৬ সালে প্রাথমিকভাবে ডিএ নিয়ে আইনি লড়াই শুরু হয়েছিল। যা এখনও চলছে। চলতি বছর ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। যে সময়সীমা শেষ হওয়ার আগে অবশ্য রাজ্য সরকারের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়নি। বরং একেবারে শেষলগ্নে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। যা ২২ সেপ্টেম্বর খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। ২০ মে'র রায় বহাল রাখা হয়েছিল।
আরও পড়ুন: 'সরকারি কর্মীদের DA দিতে টালবাহানা করে রাজ্যের মানুষের চাপ বাড়াচ্ছে নবান্ন'
- আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠতে চলেছে। শীর্ষ আদালতের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে সেই মামলা উঠতে চলেছে।
- আজই কি সুখবর মিলবে? সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার দিনে সেই আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের আশা, আজই ডিএ মামলায় তাঁদের পক্ষে রায় দেবে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।
পরবর্তী খবর