Dabur Acquires Badshah: এর ফলে ডাবর গোষ্ঠীর হাতে এ... more
Dabur Acquires Badshah: এর ফলে ডাবর গোষ্ঠীর হাতে এক ধাক্কায় মশলার বাজারের অনেকটাই হাতে চলে আসবে। বাদশাহর বর্তমান শেয়ারহোল্ডারদের সঙ্গে ডাব ইন্ডিয়া লিমিটেডের শেয়ার ক্রয়ের চুক্তি হয়েছে। স্টক এক্সচেঞ্জে এই বিষয়ে বিবৃতি দিয়েছে সংস্থা। গত ২ জানুয়ারি ২০২৩ এই অধিগ্রহণের সিদ্ধান্তে ছাড়পত্র দেয় দুই পক্ষ।
1/5জনপ্রিয় 'বাদশাহ মশালা'র ৫১% শেয়ার অধিগ্রহণ করছে ডাবর। উত্তর-মধ্য ভারতে বেশ পরিচিত নাম বাদশাহ মশালা। এর ফলে ডাবর গোষ্ঠীর হাতে এক ধাক্কায় মশলার বাজারের অনেকটাই হাতে চলে আসবে। ফাইল ছবি: ডাবর, বাদশাহ (Dabur, Badshah)
2/5বাদশাহর বর্তমান শেয়ারহোল্ডারদের সঙ্গে ডাব ইন্ডিয়া লিমিটেডের শেয়ার ক্রয়ের চুক্তি হয়েছে। স্টক এক্সচেঞ্জে এই বিষয়ে বিবৃতি দিয়েছে সংস্থা। গত ২ জানুয়ারি ২০২৩ এই অধিগ্রহণের সিদ্ধান্তে ছাড়পত্র দেয় দুই পক্ষ। ফাইল ছবি: ডাবর (Dabur, Badshah)
3/5গত ২৬ অক্টোবর ডাবর এই অধিগ্রহণ পরিকল্পনায় বিষয়ে ঘোষণা করেছিল। ৫৮৭.৫২ কোটি টাকায় বাদশাহ মশালার ৫১ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণ করার কথা জানিয়েছিল সংস্থা। এই চুক্তির মাধ্যমে বাদশাহ এন্টারপ্রাইজের মোট ভ্যালুয়েশন দাঁড়িয়েছে ১,১৫২ কোটি টাকা। ফাইল ছবি : রয়টার্স (Dabur, Badshah)
4/5 তবে এখানেই শেষ নয়। ডাবর গ্রুপের ডিরেক্টর পি ডি নারাঙ জানিয়েছেন, আগামী ৫ বছর পর বাদশাহর বাকি ৪৯% অংশীদারিত্বও গ্রহণ করবে ডাবর। ফলে মশলা সংস্থার সম্পূর্ণটাই এসে যাবে তাদের দখলে। ফাইল ছবি : ফেসবুক (Dabur, Badshah)
5/5মঙ্গলবার, ৩ জানুয়ারি ডাবরের শেয়ার ৫৬৪ টাকার স্তরে ওপেন হয়েছে। গত ৫ বছরে ডাবর ইন্ডিয়ার শেয়ারে ৫৭.৩৪% রিটার্ন মিলেছে। ফাইল ছবি: গুগল ফাইন্যান্স (Dabur, Badshah)