পরিকাঠামো বৃদ্ধিতে জোর দিতে ৫৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল Dabur। হেলথ কেয়ার, হোম এবং পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে সংস্থা এই বিনিয়োগ করবে। শুক্রবার এমনটাই জানালেন সংস্থার সিইও মোহিত মালহোত্রা।
গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ডাবরের মোট মুনাফা তার আগের বছরের তুলনায় ৩৪% বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ৩৭৭.২৯ কোটি টাকার মোট মুনাফা হয়েছে সংস্থার। এই একই মাসগুলিতে তার আগের অর্থবর্ষে ২৮১.৬০ কোটি টাকা মুনাফা হয় সংস্থার।
উত্পাদন পরিকাঠামো বৃদ্ধির মাধ্যমে এই ধারা বজায় রাখতে চাইছে সংস্থা। এই উদ্দেশ্যেই বিনিয়োগ। ইতিমধ্যে মধ্যপ্রদেশে নতুন উত্পাদন কেন্দ্র তৈরির উদ্দেশ্যে জমি ক্রয় করেছে ডাবর। সংস্থার সিইও জানালেন, 'আমরা আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে মোট ৫৫০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। মূলত মধ্য ভারতে উত্পাদন কেন্দ্রের পরিকাঠামো গঠনে জোর দেওয়া হবে। ইতিমধ্যে ইন্দোরের কাছে এই উদ্দেশ্যে ৫০ একর জমি ক্রয় করা হয়েছে। হেলথকেয়ারের ক্ষেত্রে জোর দেওয়া হবে। এই ক্ষেত্রে দেশে ক্রমেই চাহিদা বাড়ছে বলেই এই বিনিয়োগ।'
বিনিয়োগ।'