বর্মন পরিবার একটি বাল্ক ডিলের মাধ্যমে প্রায় ৮০০ কোটি টাকার শেয়ার বিক্রি করতে পারে বলে জানা গিয়েছে। সোমবার ডাবর ইন্ডিয়ার শেয়ার ১.৫৪% বেড়ে ৫৮৮.৭৫ টাকায় ক্লোজ হয়েছে।
1/5 আজ ডাবর ইন্ডিয়ার শেয়ারের দিকে নজর রাখুন। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কেন? কারণ মঙ্গলবার প্রায় ৮০০ কোটি টাকার শেয়ার বিক্রি করছে সংস্থার মালিকরা। ফাইল ছবি: ডাবর (Dabur)
2/5বর্মন পরিবার একটি বাল্ক ডিলের মাধ্যমে প্রায় ৮০০ কোটি টাকার শেয়ার বিক্রি করতে পারে বলে জানা গিয়েছে। সোমবার ডাবর ইন্ডিয়ার শেয়ার ১.৫৪% বেড়ে ৫৮৮.৭৫ টাকায় ক্লোজ হয়েছে। ফাইল ছবি: গুগল ফাইন্যান্স (Dabur)
3/5রিপোর্ট অনুযায়ী সংস্থার শেয়ার বর্তমান বাজার দরের তুলনায় প্রায় ৪% ছাড়ে বিক্রি করা হবে। সেপ্টেম্বর ত্রৈমাসিকের হিসাব অনুযায়ী, ডাবরে বর্মন পরিবারের প্রায় ৬৭.২৪% শেয়ার রয়েছে। একাধিক প্রতিবেদন অনুযায়ী গোল্ডম্যান স্যাকস-কে এই চুক্তির এজেন্ট হিসাবে নিয়োগ করা হয়েছে। ফাইল ছবি: ডাবর (Dabur)
4/5চলতি বছর ডাবরের পারফরম্যান্স তেমন আহামরি কিছু ছিল না। এই বছর YTD-এ এখনও পর্যন্ত ডাবরের শেয়ার মাত্র ০.১৫% বৃদ্ধি পেয়েছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল গত ৬ মাসে সংস্থার শেয়ারের দারুণ হাইক হয়েছে। ছবি: গুগল ফাইন্যান্স (Dabur)
5/5এই সময়ে মধ্যে শেয়ারের দাম এক লাফে প্রায় ১৬.২১% বেড়েছে। গত এক মাসেও এই শেয়ার প্রায় ৬.৮৭% বেড়েছে। ডাবরের ৫২ সপ্তাহের সর্বোচ্চ শেয়ার দর ৬১০.৭৫ টাকা। ৫২ সপ্তাদের সর্বনিম্ন ৪৮২.২৫ টাকা। ফাইল ছবি: গুগল ফাইন্যান্স (Dabur)