Daily News Updates: আজ অত্যন্ত ব্যস্ত দিন কাটতে চলেছে সুপ্রিম কোর্টে। বিলকিস বানো, আর্থিক তছরুপ বিরোধী আইন-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নজর ছিল গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দিকেও। দিনভরের খবর একঝলকে দেখুন।
কবে দেশের সর্বত্র 5G পরিষেবা মিলবে? জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
আগামী দুই থেকে তিন নছরের মধ্যে দেশের সর্বত্র 5G পরিষেবা পৌঁছে যাবে। জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, দাম যাতে সাধ্যের মধ্যে রাখা যায়, সেই চেষ্টা করবেন।
সূচ ফুটিয়ে শিশু হত্যায় মা ও 'প্রেমিকের' মৃত্যুদণ্ড রদ হাইকোর্টের
পুরুলিয়ায় সূচ ফুটিয়ে শিশু খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা রদ করল কলকাতা হাইকোর্ট। পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের জুলাইয়ে জ্বর এবং সর্দি-কাশি নিয়ে মেয়েকে হাসপাতালে ভরতি করেছিলেন মঙ্গলা। সাড়ে তিন বছরের মেয়ের শরীরের একাধিক ক্ষত ছিল। শরীরে একাধিক আঁচড়ের চিহ্নও বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, শিশুকন্যার শরীরে সাতটি সূচ বিঁধে আছে। কীভাবে সেই সূচ ফুটল, তার কোনও সঠিক উত্তর দিতে পারেননি। প্রাথমিকভাবে মঙ্গলা অভিযোগ করেছিলেন, সনাতন তাঁর মেয়েকে নির্যাতন করেছেন। যদিও পরে তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য। জানা যায়, মঙ্গলবা এবং সনাতনের ‘প্রেমের’ পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল শিশুকন্যা। তাই তাকে হত্যা করা হয়েছিল।
'দায়িত্ব পালনে ব্যর্থ', SSP-র গাফিলতিতে পঞ্জাবে মোদীর নিরাপত্তায় গলদ,জানাল কমিটি
পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাফিলতি মামলায় তৎকালীন ডিস্ট্রিক্ট সিনিয়র সুপারিটেন্ডেন্ট (এসএসপি) হরদীপ ভানসকে দায়ী করল কমিটি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন তৎকালীন এসএসপি এবং পর্যাপ্ত সময় ও বাহিনী থাকা সত্ত্বেও বিকল্প রুটের বন্দোবস্ত করতে পারেননি। – বিস্তারিত পড়ুন এখানে
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিধায়কপদ খারিজের সম্ভাবনা, দিতে পারেন ইস্তফা
বিধায়কপদ খারিজ হতে পারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। তিনি ইস্তফাও দিতে পারেন বলে একটি মহলের আশঙ্কা। হেমন্তকে বিধানসভা থেকে বহিষ্কারের পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, 'সোরেনকে বহিষ্কারের পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। এবার রাজ্যপালের কোর্টে বল আছে।'
অগ্নিপথে স্থগিতাদেশ নয় দিল্লি হাইকোর্টের, কেন্দ্রকে ৪ সপ্তাহ বরাদ্দ
অগ্নিপথ প্রকল্পে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট। অগ্নিপথের বিরুদ্ধে দায়ের একাধিক মামলার উত্তর দেওয়ার জন্য কেন্দ্রকে চার সপ্তাহ দেওয়া হল।
'বিলকিসের ১১ ধর্ষককে মুক্তি দিতে বলেনি সুপ্রিম কোর্ট', কেন্দ্র ও গুজরাটকে নোটিশ জারি
বিলকিস বানোর ধর্ষকদের জেল থেকে মুক্তি দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় এবং গুজরাট সরকারকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত বলেছে, 'দণ্ডিতদের মোটেও মুক্তির নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। শুধুমাত্র গুজরাট সরকারকে দণ্ডিতদের মুক্তি দেওয়ার আর্জি বিবেচনার কথা বলেছিল।'
PMLA নিয়ে রায় পুনর্বিবেচনায় রাজি সুপ্রিম কোর্ট
আর্থিক তছরুপ প্রতিরোধী আইনে (PMLA) নিজেদের রায় পুনর্বিবেচনায় রাজি হল সুপ্রিম কোর্ট। যে রায়ে আর্থিক তছরুপ প্রতিরোধী আইনের ক্ষমতা বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। দুটি বিষয় নিয়ে পুনর্বিবেচনা করা হবে।
মোদীর নিরাপত্তায় গাফিলতিতে প্রাক্তন SSP-কে দায়ী করল প্যানেল
পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার গাফিলতির ঘটনায় ফিরোজপুরের প্রাক্তন স্পেশাল পুলিশ সুপারকে দায়ী করল প্যানেল।
'কিছু ম্যালওয়ার পাওয়া গিয়েছে, তবে স্পাইওয়ারের অকাট্য প্রমাণ মেলেনি'
সুপ্রিম কোর্ট: কিছু ম্যালওয়ার পাওয়া গিয়েছে। তবে প্যানেল যে ২৯ টি ফোনে ম্যালওয়ারের অকাট্য প্রমাণ পাওয়া যায়নি।
'কেন্দ্র কোনও সহযোগিতা করেনি, জানিয়েছে পেগাসাস প্যানেল'
সুপ্রিম কোর্ট: পেগাসাস প্যানেল জানিয়েছে যে ভারত সরকার কোনও সহযোগিতা করেনি।
'পেগাসাস প্যানেলের রিপোর্টের একাংশ গোপন ও ব্যক্তিগত তথ্য থাকতে পারে'
পেগাসাস মামলা: প্রধান বিচারপতি এনভি রামান্না জানিয়েছেন, পেগাসাস প্যানেলের রিপোর্টের একাংশ গোপন এবং ব্যক্তিগত তথ্য থাকতে পারে। কমিটি জানিয়েছে যে টেকনিকাল কমিটির রিপোর্ট সম্ভবত প্রকাশ্যে আনা যাবে না।
সরকারি কর্মীদের 'DA না দিয়ে কেন পুজোর অনুদান?' তৃতীয় মামলা দায়ের হাইকোর্টে
রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ না দিয়ে কেন ৪৩,০০০ পুজো কমিটিকে কেন ৬০,০০০ টাকা করে অনুদান দিচ্ছে নবান্ন? তা নিয়ে তৃতীয় জনস্বার্থ মামলা দায়ের করা হল। আগামিকাল একইসঙ্গে তিনটি মামলার শুনানির সম্ভাবনা।
গোপনীয়তা নীতিতে তদন্ত হবে, হাইকোর্টে খারিজ Facebook, WhatsApp-র আবেদন
ফেসবুক এবং হোয়্যাটসঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া তদন্তের যে নির্দেশ দিয়েছিল, তা চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করা হয়েছিল। ফেসবুক এবং হোয়্যাটসঅ্যাপের সেই মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।
ঝাড়গ্রামে হাতির হানায় প্রাণ গেল তিনজনের, শহরে ঢুকেই তাণ্ডবলীলায় আলোড়ন
আবার হাতির হানায় প্রাণ গেল তিনজনের। ঝাড়গ্রামের শহরের উপকন্ঠে দাঁতাল হাতির তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকী হাতির আক্রমণে এক মহিলা–সহ তিনজনের মৃত্যু হয়েছে। ঝাড়গ্রাম শহর সংলগ্ন কন্যাডোবা এলাকায় হাতি আক্রমণ করলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই হাতির আক্রমণের জেরে মৃত্যু হয় এক যুবকের। বাকি দু’জনকে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। এখানের ১৬ নম্বর ওয়ার্ড বেনাগেড়িয়া এলাকায় মহিলার উপর আক্রমণ হয়। – বিস্তারিত পড়ুন এখানে
গরুপাচার মামলায় এবার ময়দানে ইডি?
সূত্রের খবর, গরুপাচার মামলা অনুব্রত মণ্ডল এবং সায়গল হোসেনের ভূমিকা খতিয়ে দেখতে আবেদন ইডির। প্রাথমিকভাবে সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি।
পার্সেলে মুড়ে পোস্ট অফিসে মাদক! ২ জনকে গ্রেফতার কলকাতা পুলিশের
পার্সেলের মাধ্যমের পোস্ট অফিসে পৌঁছেছিল মাদক। দু'জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বাজেয়াপ্ত কয়েক লাখ টাকার মাদক। সূত্রের খবর, কলকাতায় রেভ পার্টির জন্য সেই মাদক আনা হয়েছিল। গোয়া থেকে সেই মাদক এসেছিল। কোন রেভ পার্টিতে ব্যবহার করা হত, তা খতিয়ে দেখা হচ্ছে।
কয়লাকাণ্ডে রাজ্য পুলিশের একাধিক আধিকারিককে তলব CID-র
কয়লাপাচারে মামলায় রাজ্য পুলিশের কয়েকজন আধিকারিককে ভবানীভবনে তলব সিআইডি। যে মামলায় হরিয়ানার ব্যবসায়ী-সহ কয়েকজনকে গ্রেফতার করেছে সিআইডি। সূত্রের খবর, মোট ১০ জনকে পুলিশ আধিকারিককে তলব করা হয়েছে।
যা সম্পত্তি মিলছে, তাতে কেষ্টর শাস্তি হবে: দিলীপ
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ: জানি না ভিতরে কী হয়েছে। যে ধরণের সম্পত্তি ওঁনার (অনুব্রত মণ্ডল) পাওয়া যাচ্ছে, তাতে ওঁনার শাস্তি হবে। আইনজীবীরা বলছেন বলে হাসিমুখ দেখাচ্ছেন অনুব্রত। গরুপাচার মামলায় শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক যোগও আছে।
জেলের হাসপাতালে ঠাঁই কেষ্টর, প্রথম রাতে থাকলেন চুপ করেই
সূত্রের খবর, আসানসোল সংশোধনগারের প্রথম রাতটা চুপচাপ কাটিয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। আপাতত তাঁকে আসানসোল সংশোধনগারের হাসপাতালে রাখা হয়েছে। তাঁর যেহেতু সিপিওডি আছে, নেবুলাইজার আছে, তাই তাঁকে বাকি বন্দিদের সঙ্গে রাখা হয়নি।
আজ সারাদিন কোন কোন দিকে নজর থাকবে?
আজ অত্যন্ত ব্যস্ত দিন কাটতে চলেছে সুপ্রিম কোর্টে। আজ শেষ কর্মদিবস হতে চলেছে প্রধান বিচারপতি এনভি রামান্নার। সেইসঙ্গে পেগাসাস বিতর্ক বিলকিস বানো, আর্থিক তছরুপ বিরোধী আইন-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টে আবার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা DA) নিয়ে আদালত অবমাননা মামলার শুনানি হবে। নজর থাকবে গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দিকেও।