১৯৭১-র মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভুলে যাওয়া উচিত নয় বাংলাদেশিদের: হাসিনা
Updated: 07 Sep 2022, 09:02 PM ISTDaily News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ের হাইলাইটস দেখুন এখানে।
Daily News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ের হাইলাইটস দেখুন এখানে।
Daily News Live Updates: আজ নবান্নে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের আদালতে পেশ করল সিবিআই। সেইসঙ্গে বুধবার নজরে ছিল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলা, বাগুইআটির দুই ছাত্রের মৃত্যু, কংগ্রেসের ‘ভারত জোড়ো’ আন্দোলনের মতো বিষয়ের দিকে। আজ (বুধবার, ৭ সেপ্টেম্বর) রাজ্য এবং দেশের যাবতীয় হাইলাইটস দেখুন ব্লগে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কখনও ভুলে যাওয়া উচিত নয় বাংলাদেশের মানুষ। বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও ১১২ জনকে টেট উত্তীর্ণকে চাকরির নির্দেশ কলকাতা হাইকোর্টের। সবমিলিয়ে ১৮৯ জনকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে চাকরি দিতে হবে। সেইসময়ের মধ্যে নির্দেশ কার্যকর হল কিনা, তা দেখবে হাইকোর্ট। ২০১৪ সালে তাঁরা টেট দিয়েছিলেন। তাঁদের নিয়োগ সুপারিশ দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান: পিএম-শ্রী স্কুল তৈরির জন্য নয়া একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়-সহ ১৪,০০০-র বেশি স্কুলকে পিএম-শ্রী স্কুল হিসেবে গড়ে তোলা হবে।
জামিন পেলেন না অনুব্রত মণ্ডল। আরও ১৪ দিন তাঁকে জেল হেফাজতে পাঠানো হল। বুধবার সিবিআই দাবি করেছে, 'জামিন হলে গরু পাচার মামলার তদন্ত হবে না।'
বাগুইআটি থানার ওসিকে ক্লোজ করা হল। তদন্তভার সিআইডির হাতে।
শুল্ক দফতরের আধিকারিকদের হুমকি দিতেন অনুব্রত মণ্ডল। আদালতে দাবি করল সিবিআই। গরুপাচার মামলায় আপাতত আসানসোল বিশেষ সিবিআই আদালতে শুনানি চলছে।
আগামী ১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে পুরোপুরি নিষিদ্ধ করা হল বাজি। বাজি বিক্রি এবং কেনার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
শরীর ভালো নেই। জেল থেকে বেরনোর সময় জানালেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল সিবিআই। আজই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। মঙ্গলবার তিনি ১৫ দিন সময় চেয়েছিলেন।
জোড়া খুনের ছক কষা হয়েছিল আগেই, বাগুইআটির বন্ধুর চিৎকারে মেলে রক্ষা – বিস্তারিত পড়ুন এখানে
আজ প্রকাশিত হতে চলেছে NEET UG-র রেজাল্ট এবং চূড়ান্ত 'অ্যানসার কি'। সেইসঙ্গে ক্যাটেগরি-ভিত্তিক কাট-অফ মার্কস এবং সর্বভারতীয় র্যাঙ্কও প্রকাশ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষার্থীরা neet.nta.nic.in এবং ntaresults.nic.in থেকে রেজাল্ট দেখতে পারবেন। – বিস্তারিত পড়ুন এখানে
কয়লা পাচার মামলায় আসানসোলে মলয় ঘটকের একাধিক বাড়ি-সহ কলকাতায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। কলকাতায় লেক গার্ডেনসেও মলয়ের বাড়িতেও সিবিআইয়ের তল্লাশি। সূত্রের খবর, সকাল ৮ টা ৩০ মিনিটে আসেন আধিকারিকরা।
মঙ্গলবার বাজার খোলার পরেই পড়ল সেনসেক্স। সেনসেক্স ৪০০ পয়েন্ট কমে ঠেকেছে ৫৮,৭৭৯ পয়েন্টে। নিফটি ঠেকেছে ১৭,৫২৫ পয়েন্টে।
মলয় ঘটকের পুরনো বাড়িতে পৌঁছাল সিবিআই। সেই বাড়ির এক কর্মীকে নিয়ে সিবিআই আধিকারিকরা বেরিয়ে গেলেন। তাঁকে গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
মলয় ঘটকের বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, এবার তাঁর আদিবাড়িতে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুটি গাড়ি যাচ্ছে। একটি গাড়িতে আছেন সিবিআই অফিসাররা। অপর গাড়িতে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের। আজ সকালে চূড়ান্ত গোপনীয়তার মধ্যে সেই অভিযান শুরু হয়েছে। পুরো বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। তবে কী কারণে অভিযান চালানো হয়েছে, তা খোলসা করে জানায়নি সিবিআই। কয়লা পাচার মামলায় তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি।
আজ নবান্নে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের আদালতে পেশ করতে চলেছে সিবিআই। সেইসঙ্গে বুধবার নজরে থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলা, বাগুইআটির দুই ছাত্রের মৃত্যু, কংগ্রেসের ‘ভারত জোড়ো’ আন্দোলনের মতো বিষয়ের দিকে।