বাংলা নিউজ > ঘরে বাইরে > Kashmiri Pandit shot dead: শোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন, দায় স্বীকার জঙ্গি সংগঠনের
শোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন, জঙ্গি-যোগ আছে? (ছবিটি প্রতীকী) (AFP)

Kashmiri Pandit shot dead: শোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন, দায় স্বীকার জঙ্গি সংগঠনের

Daily News Highlights: পশ্চিমবঙ্গ-সহ দেশ, বিদেশের যাবতীয় খবরের জন্য নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

Daily News Highlights: বউবাজারের বাড়িতে ফাটল ধরা পড়ার পর এখনও কাটেনি আতঙ্ক। এবার দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শনিবার পশ্চিমবঙ্গ-সহ দেশ, বিদেশের যাবতীয় খবরের জন্য নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

15 Oct 2022, 11:32:53 PM IST

কাশ্মীরি পণ্ডিতকে হত্যার ঘটনায় দায় স্বীকার জঙ্গি সংগঠনের

শোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যার ঘটনায় দায় স্বীকার করল জঙ্গি সংগঠন কাশ্মীর ফ্রিডম ফাইটার। জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

15 Oct 2022, 02:14:05 PM IST

শোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন, জঙ্গি-যোগ আছে?

জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। আধিকারিকরা জানিয়েছেন, বাড়ির কাছে পুরণ কৃষ্ণ চৌধুরী নামে ওই ব্যক্তিকে গুলি করা হয়। দ্রুত তাঁকে শোপিয়ান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়। বরাবরই ওই ব্যক্তি শোপিয়ানে থাকতেন।

15 Oct 2022, 01:32:40 PM IST

PM Kisan: কবে দ্বাদশ কিস্তির ২,০০০ টাকা পাবেন কৃষকরা? জানিয়ে দিল কেন্দ্র

আগামী সোমবার প্রধানমন্ত্রী কিষান সম্মান বিধির দ্বাদশ কিস্তির টাকা দেওয়া হবে। যা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২,০০০ টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে। মোট ১৬,০০০ কোটি দেওয়া হবে।

15 Oct 2022, 12:05:53 PM IST

মানিককে জেরা করে একযোগে ৬ জায়গায় অভিযান ED-র

বারাসত, ট্যাংরা, কৈখালি, কলেজ স্কোয়ার, সল্টলেক-সহ ছ'টি জায়গায় একসঙ্গে অভিযান চালাচ্ছে ইডি। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যকে জেরা করে ওই ছ'টি জায়গার হদিশ মিলেছে।

15 Oct 2022, 11:55:56 AM IST

সিঁথিতে ধৃতদের জেরা করে জামতাড়ায় বিপুল অস্ত্র উদ্ধার! পাচারের ছক?

ঝাড়খণ্ডের জামতাড়ায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। একটি কারখানার হদিশ মিলেছে। দু'দিন আগেই সিঁথি থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করেই ওই কারখানায় অভিযান চালায় পুলিশ।

15 Oct 2022, 09:50:35 AM IST

দুর্নীতিতে যুক্ত ছিল? মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে অভিযান ED-র

মহিষবাথানে একটি টিচার্স ট্রেনিং সেন্টারের অফিসে অভিযান চালাল ইডি। ওই ট্রেনিং সেন্টারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের এক ঘনিষ্ঠের বলে দাবি করা হয়েছে। সেই সূত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোনও যোগ থাকতে পারে বলে ধারণা কেন্দ্রীয় সংস্থার।

15 Oct 2022, 08:56:09 AM IST

বাতিল একাধিক লোকাল ট্রেন

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত নৈহাটি ও হালিশহর স্টেশনের মধ্যে থার্ড লাইনে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ চলবে। আর তার জেরে অন্তত ৪২টি লোকাল ট্রেন বাতিল থাকবে – বিস্তারিত পড়ুন এখানে

15 Oct 2022, 07:17:16 AM IST

মেট্রোর টানেলের ছিদ্র বেরোচ্ছে জল, শনিবার থেকে ফের কাজ

বউবাজার বিপর্যয়: জল বিপত্তির পরেও ভূগর্ভের কাজ বন্ধ হচ্ছে না বলে জানালেন নির্মাণকারী সংস্থা কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর। আজ থেকেই ফের কাজ শুরু করা হবে বলে কেএমআরসিএলের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, মেট্রো টানেলের অসংখ্য ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মাটির একেবারে কাছাকাছি আছে জলের স্তর। ফলে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

বন্ধ করুন