Daily News Live Updates: আজ থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আজ পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট। আগামিকাল দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যদিকে, জেলা সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ কর্মসূচি আছে তাঁর। সেইসঙ্গে আদানি গ্রুপের রক্তক্ষরণের মধ্যে শেয়ার বাজারের দিকে নজর থাকবে। আজ দেশ, বিদেশের যাবতীয় টাটকা খবরের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে নজর রাখুন।
‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে জুলুম চলছে’, বললেন মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে জুলুম চলছে। বুলডোজের চেষ্টা হলে রুখতে হবে।
জামিন পেলেন এয়ার ইন্ডিয়ার প্রস্রাব-কাণ্ডের মূল অভিযুক্ত
জামিন পেলেন এয়ার ইন্ডিয়ার প্রস্রাবকাণ্ডের মূল অভিযুক্ত শংকর মিশ্র।
স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর যাবজ্জীবন কারাদণ্ড
ধর্ষণ, অপহরণের জন্য স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল।
অন্ধ্রপ্রদেশের নয়া রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম, করা হল ঘোষণা
অন্ধ্রপ্রদেশের নয়া রাজধানীর নাম ঘোষণা হল। অন্ধ্রপ্রদেশের হল রাজধানী বিশাখাপত্তনম।
সংসদে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ সীতারামনের
সংসদে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি যে অর্থনৈতিক পেশ করেছেন, তাতে আগামী অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকব ছয় শতাংশ থেকে ৬.৮ শতাংশের মধ্যে। চলতি অর্থবর্ষে আপাতত সাত শতাংশ আর্থিক বৃদ্ধি ধরা হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মালদায় বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির ঘোষণা মমতার
মালদায় বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়া হবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘SC, ST-রা নয়া স্বপ্ন দেখছেন’, মোদী সরকারকে বাহবা রাষ্ট্রপতির
সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি: তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের আকাঙ্খা বাড়িয়ে তুলেছে আমরা সরকার। তাঁদের কাছে যেহেতু প্রাথমিক সুযোগ-সুবিধা পৌঁছে যাচ্ছে, তাই তাঁরা নয়া স্বপ্ন দেখতে পারছেন।
'গরিবদের পাশে মোদী সরকার'
সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি: আমরা করোনাভাইরাস মহামারীর সময় দেখেছিলাম যে পুরো বিশ্বে কীভাবে গরিব মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। কিন্তু ভারত সরকার গরিব মানুষদের জন্য এগিয়ে এসেছিল। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেছিল, যাতে গরিব মানুষদের খালি পেটে ঘুমোতে না চান। আজ যে প্রকল্পের প্রশংসা করছে পুরো বিশ্ব। প্রযুক্তি ব্যবহারের ফলে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে ওই প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে।
রাষ্ট্রপতির ভাষণে সার্জিক্যাল স্ট্রাইক
সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু: সার্জিক্যাল স্ট্রাইক থেকে সন্ত্রাসবাদ হোক, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে নিয়ন্ত্রণরেখা হোক, সংবিধানের ৩৭০ ধারা রদ থেকে তিন তালাক রদ - আমার সরকার গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়েছে।
'২০৪৭ সালে এমন ভারত তৈরি করতে হবে, তা আত্মনির্ভর হবে'
সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু: ২০৪৭ সালের মধ্যে আমাদের এমন ভারত তৈরি করতে হবে, যে ভারতে অতীতের সব গৌরবকথা থাকবে এবং আধুনিকতা থাকবে। যে ভারত আত্মনির্ভর হবে। যে ভারতে গরিব মানুষ থাকবেন না। যেখানে মধ্যবিত্তরা ভালো থাকবেন। যে দেশের যুবশক্তি দু'কদম এগিয়ে থাকবে।
‘ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট’, শেষ পূর্ণাঙ্গ বাজেটের সুর বেঁধে দিলেন মোদী
বাজেট অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: বিজেপির নেতৃত্বাধীন এনডিএয়ের সরকারের একটাই লক্ষ্য - ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট - সবার আগে দেশ, সবথেকে আগে দেশবাসী। সেই চিন্তাভাবনা ধরেই এগিয়ে যাওয়া হবে এবারের বাজেট অধিবেশনের।
কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির অভিযান
কলকাতাজুড়ে তল্লাশি ইডির। আলিপুরে চলছে তল্লাশি। ট্যাংরা ও হেস্টিংয়ের একটি বেসরকারি সংস্থার অফিসে তল্লাশি চলছে। ইডির অভিযান আনন্দপুরের অভিজাত আবাসনেও।
পাকিস্তানে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮৩: রিপোর্ট
পাকিস্তানের পেশোয়ারে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩। হাসপাতালের সূত্র উদ্ধৃত করে জানাল সংবাদসংস্থা রয়টার্স।
চারিদিকে 'ধ্বংসের' মধ্যে উজ্জ্বল আদানি এন্টারপ্রাইজ, রক্ত ঝরছে বাকিগুলির
চারিদিকে 'ধ্বংসের' মধ্যে উজ্জ্বল আদানি এন্টারপ্রাইজ। আদানি গ্রুপের বাকি ছ'টি শেয়ারের রক্তক্ষরণ অবশ্য জারি করা আছে।
মঙ্গলবারও ‘লাল’ জোনে শুরু আদানি গ্রুপের ৬ শেয়ারের! সামান্য বাড়ল ১ টি
মঙ্গলবারও শেয়ার বাজারে ‘লাল’ জোনেই শুরু হল আদানি গ্রুপের দিন। প্রি-ওপেনিং সেশনে আদানি গ্রুপের সাতটি শেয়ারের মধ্যে ছ'টি ‘লাল’ জোনে থেকেছে। একমাত্র আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনস লিমিটেডের শেয়ার সামান্য বেড়েছে।
মহারাষ্ট্রে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪
মহারাষ্ট্র: পালঘর জেলায় মুম্বই-আমদাবাদ হাইওয়েতে গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে।
টেক্কা আমেরিকা, চিনকে - ২০২৩-তে ভারতের আর্থিক বৃদ্ধি কত হবে? আভাস IMF-র
২০২৩ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৬.১ শতাংশ। ২০২৪ সালে তা ঠেকতে পারে ৬.৮ শতাংশ। পূর্বাভাস আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের (আইএমএফ)। যা আমেরিকা, চিন, ব্রিটেনের মতো দেশের থেকে অনেক বেশি।
মালদায় বাস দুর্ঘটনা, মৃত ২
মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা। নয়ানজুলিতে বাস পড়ে মৃত কমপক্ষে দুই। আহত প্রায় ৩০ জন।
'টার্নিং পয়েন্ট, ২০২৩ সালে বিশ্বের আর্থিক বৃদ্ধির হার বাড়াল IMF
যা প্রত্যাশা করা হয়েছিল, তার থেকে বেশি হারে বিশ্বের আর্থিক বৃদ্ধি হবে। এমনই বলল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। আইএমএফের পূর্বাভাস, চলতি বছর ২.৯ শতাংশ হারে বৃদ্ধি পাবে বিশ্বের অর্থনীতি। বিষয়টি নিয়ে আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ বলেন, 'আগামী বছরটা চ্যালেঞ্জিং থাকবে। কিন্তু আর্থিক বৃদ্ধির হারে উত্থান ও মুদ্রাস্ফীতি কমতে থাকায় এটা টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে।'
অর্থনৈতিক সমীক্ষার ইতিহাস
১৯৫০-৫১ সাল থেকেই অর্থনৈতিক সমীক্ষার বিষয়টি প্রথম এসেছিল বলে অনেকে মনে করেন। প্রাথমিকভাবে বাজেটের নথির অংশ ছিল। ছয়ের দশকে বাজেটের নথির সঙ্গে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট আলাদা করে দেওয়া হয় এবং বাজেটের একদিন আগে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হতে থাকে। সংসদের যৌথ অধিবেশন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর আজ সেই রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
পাকিস্তানে বোমা বিস্ফোরণে মৃত বেড়ে ৫৯, দায় কার? শুরু টানাপোড়েন
পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯। আহত হয়েছেন ১৫০ জনের বেশি। যে বিস্ফোরণের দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবানের (তেহরিক-ই-তালিবান) কম্যান্ডার। যদিও সেই ঘটনায় তেহরিক-ই-তালিবানের কোনও হাত নেই বলে ওই জঙ্গি সংগঠনের তরফে দাবি করা হয়েছে। ওই জঙ্গি সংগঠনের তরফে দাবি করা হয়েছে, মসজিদে হামলা চালানো তেহরিক-ই-তালিবানের নীতি নয়। তবে কেন এক তালিবানি কম্যান্ডার সেই হামলার দায় স্বীকার করেছে, সেই ব্যাখ্যা অবশ্য দেওয়া হয়নি।
আজ কোন কোন দিকে নজর থাকবে?
আজ থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আজ পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট। আগামিকাল দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যদিকে, জেলা সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ কর্মসূচি আছে তাঁর। সেইসঙ্গে আদানি গ্রুপের রক্তক্ষরণের মধ্যে শেয়ার বাজারের দিকে নজর থাকবে।