বাংলা নিউজ > ঘরে বাইরে > 'ছেলের কিডনির রোগ, ওষুধ লাগে', লকডাউনে দুর্দশায় ঢাকার দিন-আনি-দিন-খাই মানুষরা

'ছেলের কিডনির রোগ, ওষুধ লাগে', লকডাউনে দুর্দশায় ঢাকার দিন-আনি-দিন-খাই মানুষরা

লকডাউন চলছে, চরম সমস্যার মুখে দিন-আনি-দিন-খাই মানুষরা। (ছবি সৌজন্য রয়টার্স)

লকডাউনে বাংলাদেশে রাজধানীর দিন আন দিন খাওয়া মানুষেরা চরম বিপদে পড়েছেন৷ কাজ নেই আবার কোনো সহায়তাও পচ্ছেন না৷

লকডাউনে বাংলাদেশে রাজধানীর দিন-আনি-দিন খাওয়া মানুষেরা চরম বিপদে পড়েছেন৷ কাজ নেই, আবার কোনও সহায়তাও পচ্ছেন না৷ রিকশা চললেও যাত্রী না থাকায় চালকরা দিশেহারা। কাজহীন দিনমজুর ও নির্মাণ শ্রমিকরা৷

কঠোর লকডাউনেও রবিবার বৃষ্টি থামার পর দুপরের দিকে মৎস্য ভবনের সড়কের ফুটপাথে একটি কাঠের বাক্সের ওপর চা, বিস্কুট-সহ আরও কিছু পণ্য সাজিয়ে বসেন লাবণী বেগম৷ কথা বলতে গেলে ইতস্তত বোধ করেন৷ যেন কিছুটা ভয় পেয়েছেন৷ সব কিছু গুটিয়ে চলে যেতে চান৷ তবে সাংবাদিক পরিচয় দিলে কিছুটা আশ্বস্ত হন৷ প্রশ্ন করি, লকডাউনে তো এরকম রাস্তার পাশে দোকান দেওয়া যাবে না৷ বাইরে বের হওয়া নিষেধ৷ কেন বের হয়েছেন? জবাবে জানালেন, তাঁর স্বামী মারা গিয়েছেন৷ একটি ছেলে আছে যে কিডনি রোগে আক্রান্ত৷ সন্তানের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত ব্যয় তাকে একাই সামলাতে হয়৷ ‘আমার কোন উপায় নেই৷ কারণ এই চা সিগারেট বিক্রির টাকা দিয়েই বাচ্চার চিকিৎসা চলে৷ আমার ছেলের প্রতিদিন রাতে ৩৬০ টাকার ওষুধ লাগে,' বলেন লাবণী৷ তারপরও ঠিকমত বসতে পারেন না৷ পুলিশ এসে তুলে দেয়৷ মালপত্র ফেলে দেয়৷ অন্য জায়গায় গিয়ে বসেন৷ জীবন বাঁচাতে তিনি এখন চোর-পুলিশ খেলতে বাধ্য হচ্ছেন৷

বাংলাদেশে করোনার সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে সাত দিনের জন্য ‘কঠোর লকডাউন’ শুরু হয়েছে৷ জরুরি সেবা, শিল্প কারখানা, পণ্য পরিবহনের যানবাহন ও রিকশা ছাড়া আর সব কিছু বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে৷ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া নিষেধ৷

তবে লকডাউনের চতুর্থ দিনে রাস্তায় ব্যক্তিগত যানবাহন একটু বেশি দেখা গিয়েছে৷ লোকজনও কিছুটা বেশি৷ দুপুরে বৃষ্টি থামার পর শ্রমজীবী মানুষকে কাজের আশায় সড়কের মোড়ে মাড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ রিকশাচালকরা বিভিন্ন মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করলেও যাত্রী তেমন মিলছে না৷ বাংলা মোটর মোড়ে কথা হয় রিকশাচালক সাদেক মিঞার সঙ্গে বিকেল তিনটার দিকে৷ তিনি আড়াই ঘণ্টা রিকশা চালিয়ে মাত্র ৫০ টাকা রোজগার করেছেন৷ কী করবেন ভেবে পাচ্ছিলেন না৷ তিনি জানান, তার চারজনের পরিবারের খাবার-সহ অন্যান্য খরচ মেটাতে প্রতিদিন কমপক্ষে ৫০০-৬০০ টাকা লাগে৷ স্বাভাবিক সময়ে তিনি প্রতিদিন ৬০০-৭০০ টাকা আয় করতে পারেন৷ কিন্তু এখন ৩০০-৪০০ টাকার বেশি হয় না৷ এরমধ্যে মালিককে দিতে হয় ১০০ টাকা৷ 'ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও যাত্রী পাই না৷ সরকারের দিক থেকে কোনও সহায়তাও পাইনি৷ লকডাউনে কীভাবে সংসার চালাব জানি না৷ সবাইকে না খেয়ে থাকতে হবে,’ বলেন তিনি৷

নির্মাণ শ্রমিক-সহ আরও যাঁরা দিনমজুরের কাজ করেন, তাঁরাও পড়েছেন চরম বিপাকে৷ সোনারগাঁও রোডে এরকম কয়েকজন দুপুরে দাঁড়িয়ে ছিলেন কাজের আশায়৷ তাঁদেরই একজন মফিজুর রাহমান বলেন, ‘লকডাউনেও বের হচ্ছি কাজের আশায়৷ কিন্তু কাজ পাচ্ছি না৷ পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে৷’

লকডাউনের সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ৩৩৩-এ ফোন করলে সহায়তা পাওয়ার কথা৷ কিন্তু তাদের কেউই এই খবর জানেন না, ফোন করা তো দূরের কথা৷ তাঁরা বলেন, এলাকার ওয়ার্ড কাউন্সিলরের কাছেও গিয়েছিলেন। কোনও সহায়তা পাননি৷

হোটেল খোলা আছে৷ কিন্তু সেখান থেকে খাবার নেওয়া যাবে, বসে খাওয়া যাবে না৷ বাংলা মোটরের আমজাদ হোটেলের মালিক আমজাদ মিঞা জানান, ‘সবকিছু বন্ধ থাকায় ক্রেতা নেই৷ যা বিক্রি হয় তা দিয়ে কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব নয়৷ আবার সামনে কোরবানি৷ বোনাস দেব কীভাবে বুঝতে পারছি না৷’ কষ্টে আছেন পরিবহন শ্রমিকরাও৷

বাংলাদেশে করোনার সময় দারিদ্র্য বেড়ে গেছে৷ এখন কমপক্ষে সাড়ে পাঁচ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করছেন৷ নতুন দরিদ্রদের অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী , হোটেল কর্মচারী, রিকশা চালক ও ভাসমান শ্রমিক৷ এই লকডাউনে তারাই সবচেয়ে বিপদে আছেন৷ অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলেন, ‘তাদের খাদ্য সহায়তা খুবই জরুরি৷ নগদ সহায়তাও প্রয়োজন৷ তা নাহলে এই লকডাউনে তারা বিপন্ন হয়ে পড়বেন৷’

তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, করোনার সময়ে এই লকডাউনে জরুরি সহায়তা অব্যাহত আছে৷ ৩৩৩-এ ফোন করে করোনার শুরু থেকে এ পর্যন্ত ১৪ লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা পেয়েছেন৷ তিনি বলেন, ‘যাঁরা লজ্জায় হাত পাততে পারেন না, তাঁরা এখানে ফোন করলে সহায়তা পান৷ তাঁদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়৷ চাল, ডাল, বাচ্চার দুধ যে যেরকম সহায়তা প্রয়োজন সেরকম সহায়তা দেওয়া হয়৷ আর প্রচলিত যে সহায়তা জেলা উপজেলা পর্যায়ে তা অব্যাহত আছে৷’

তিনি জানান, ৩৩৩-এর জন্য রবিবার ১৪ হাজার ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে৷ আর প্রত্যেক জেলায় দু'লাখ ৫০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে৷ ইদের জন্য সারাদেশে এক লাখ ১৭৬ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এক কোটি ১০ হাজার ৬৫১ পরিবারের জন্য৷ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও রাজশাহী সিটি কর্পোরেশনে ৫০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে৷ চাল দেওয়া হয়েছে ১০০ টন করে৷ অন্যান্য সিটি কর্পোরেশনকে ২৫ লাখ টাকা ও ৫০ টন করে চাল দেওয়া হয়েছে৷ ৩২৮ পুরসভার প্রত্যেকটিতে ১০ মেট্রিক টন চাল ও এক লাখ করে টাকা দেওয়া হয়েছে৷

এই সহায়তা সরকারের বিভন্ন সহায়তা কর্মসূচির আওতায় যাঁরা তালিকাভুক্ত, তাঁরাই পাবেন৷ কিন্তু যাঁরা নতুন করে দরিদ্র হয়েছেন, যাঁরা ভাসমান, ক্ষুদ্র ব্যবসায়ী, তাঁরা পাচ্ছেন না৷ শহুরে দরিদ্র রিকশা চালক, দিনমজুর, বস্তিবাসীরাও হচ্ছেন বঞ্চিত৷

ঘরে বাইরে খবর

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.