বাংলা নিউজ > ঘরে বাইরে > Dalai Lama: কাশ্মীর সফরে আসবেন দলাই লামা, চাপে পড়েছে চিন!

Dalai Lama: কাশ্মীর সফরে আসবেন দলাই লামা, চাপে পড়েছে চিন!

 বুধবার ধর্মশালাতে ৮৭তম জন্মদিন পালনে মিউজিয়াম উদ্বোধনে দলাই লামা। (AFP) (HT_PRINT)

চিনের পক্ষ থেকে তোলা যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি জানিয়েছেন, তিব্বতের ওই নেতা আমাদের সম্মানীয় অতিথি। তিনি জানিয়ে দিয়েছেন, ভারতের আধ্যাত্মিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য প্রয়োজনীয় স্বাধীনতা ও সৌজন্য দলাই লামার আছে।

রেজাউল এইচ লস্কর ও সুতীর্থ পত্রনবীশ

আগামী ১৪ ও ১৫ জুলাই জম্মু ও কাশ্মীর সফরে আসছেন দলাই লামা। প্রায় দুবছর পরে এই প্রথম ধর্মশালার বাইরে পা রাখবেন তিব্বতীয় আধ্যাত্মিক গুরু। ওয়াকিবহাল মহলের মতে, দলাই লামার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে চাপে রয়েছে বেজিং। এদিকে দলাই লামার জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জ্ঞাপন নিয়েও এবার খোঁচা দিয়েছে চিন। তাদের কথায়, তিব্বত সংক্রান্ত ব্যাপারে নাক গলানো বন্ধ করুক দিল্লি। এটা চিনের অভ্যন্তরীন ব্যাপার।

এদিকে সূত্রের খবর কোভিড পরিস্থিতিতে ধর্মশালাতেই ছিলেন দলাই লামা। তবে এবার ১৪ জুলাই তিনি জম্মুতে আসতে পারেন। এরপর তিনি পরেরদিন লাদাখে যাবেন। সীমান্তে যখন চিন ও ভারতের মধ্যে পরিস্থিতি যথাযথ নয় তখনই দলাই লামার উপস্থিতিতে ঘিরে যথেষ্ট চাপে রয়েছে চিন।

সম্ভবত লেহতে ঠিকসে মনাস্ট্রিতে যেতে পারেন দলাই লামা। এদিকে সেই সীমান্তের ধারেই গত বছর চিনের বাহিনী ব্য়ানার টাঙিয়ে জানিয়েছিলেন তিব্বতের ধর্মগুরুর জন্মদিন পালন করবেন না।

চিনের পক্ষ থেকে তোলা যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি জানিয়েছেন, তিব্বতের ওই নেতা আমাদের সম্মানীয় অতিথি। তিনি জানিয়ে দিয়েছেন, ভারতের আধ্যাত্মিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য প্রয়োজনীয় স্বাধীনতা ও সৌজন্য দলাই লামার আছে। ভারতে তাঁর বহু অনুগামী তাঁর জন্মদিন পালন করেন। 

 

বন্ধ করুন