সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে রাস্তা, জলাশয়ের উপর, রেলের লাইনের কাছে কোনও নির্মাণকে সরিয়ে দিতে হবে। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এর বুলডোজার নীতি, বেআইনি দখলদারদের সরানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সমস্ত নাগরিকদের জন্য, সমস্ত ধর্মনিরপেক্ষভাবে প্রয়োগ করাটা অত্যন্ত দরকার।
বিচারপতি বিআর গভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথন এই শুনানি শুনছিলেন। অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে বুলডোজার অ্যাকশনকে চ্যালেঞ্জ করেছেন তিনি। একাধিক রাজ্যে এটা ট্রেন্ড হয়ে গিয়েছে। এটাকে বুলডোজার জাস্টিস বলে উল্লেখ করা হয়। অতীতে সাধারণত রাজ্য সরকার কেবলমাত্র বেআইনি বিল্ডিং ভাঙার ক্ষেত্রে এই বিশেষ নীতিকে প্রয়োগ করত।
গুজরাট, উত্তরপ্রদেশ ও মধ্য়প্রদেশের ক্ষেত্রে সলিসিটর জেনারেল জেনারেল তুষার মেহেতা ছিলেন। তুষার মেহেতা বলেন, ভয়াবহ অপরাধ যেমন ধর্ষণ, সন্ত্রাসবাদের মতো ঘটনার ক্ষেত্রেও আগাম নোটিশ জারি করা হয়। রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও জানানো হয়।
সলিসিটর জেনারেল জানান, একটা মাত্র সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে বলে একাধিক নজিরের ভিত্তিতে বলা হচ্ছে।
আদালত জানিয়েছে, আমাদের দেশটা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্ম, সম্প্রদায় ভেদে আমাদের নির্দেশটা সবার জন্য সমান। দখলদারির ক্ষেত্রে আমরা বলেছিলাম। যদি এটা পাবলিক রোডে, ফুটপাতে, জলাশয়ে, রেললাইন এলাকায় হয় তবে এই ধরনের নির্মাণ সরিয়ে দিতে হবে। কারণ পাবলিক সেফটির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনও ধর্মীয় কাঠামো থাকে তবে সেটাও সরিয়ে দিতে হবে। রাস্তার মাঝখানে কোনও ধর্মীয় কাঠামো থাকলে সেটাও সরিয়ে দিতে হবে। সেটা গুরুদ্বারা, দরগা, মন্দির যেটা খুশি হতে পারে। এটা সাধারণ মানুষের যাতায়াতে যাতে সমস্যা না হয় সেটা দেখতে হবে। জানিয়েছে আদালত।
বিচারপতি বিআর গভাই জানিয়েছেন, বেআইনী বিল্ডিংয়ের ক্ষেত্রে একটা আইন থাকা খুব দরকার। এটা ধর্মের উপর নির্ভরশীল কিছু নয়। কোনও বিশ্বারে উপর ভিত্তি করে কোনও কিছু করা যাবে না।
অ্যাডভোকেট সিইউ সিং বলেন, আমাদের একটাই পয়েন্ট সেটা হল অপরাধের বিরুদ্ধে লড়ার জন্য যেন বুলডোজার নীতিকে প্রয়োগ করা না হয়। তুষার মেহেতা বলেন, বুলডোজার নীতি কেবলমাত্র সংখ্য়ালঘুদের উপর এটা অনেক দূরের ব্যাপার।
আদালত জানিয়েছে, আমরা পরিস্কার করে বলে দিচ্ছি, কেউ অপরাধে অভিযুক্ত হয়েছেন এটা কখনওই কোনও সম্পত্তি ভাঙার কারণ হতে পারে না। তিনি নাগরিক বিধি না মানলেই কেবলমাত্র এটা করা যায়।