এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ৬০ বছর বয়সের বৃদ্ধ পিতা। তাই সম্পত্তি যাতে ওই মহিলার হাতে চলে না যায় সেই আশঙ্কায় সুপারি কিলার দিয়ে বাবাকে খুন করল বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুর জেলার ভিওয়াপুর এলাকায়। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মৃতের নাম দিলীপ সোনটাক্কে। তিনজন বাইকে করে গিয়ে এসে তাঁকে এলোপাথাড়ি ছুরির কোপ মেরে খুন করেছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় ওই বৃদ্ধের একটি পেট্রোল পাম্প রয়েছে। সেখান থেকে বেরোনোর সময় আততায়ীরা তাঁকে খুন করে। এরপরে ওই পেট্রোল পাম্প থেকে ৩৮ হাজার টাকা চুরি করে সেখান পালিয়ে যায় আততায়ীরা। প্রাথমিকভাবে এটিকে চুরির জন্য খুন বলে মনে করেছিল পুলিশ। পরে পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ হামলাকারীদের শনাক্ত করে এবং তাদের আটক করে। তার পরেই তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এই খুনের নেপথ্যে রয়েছে অন্য কারণ। এটি নিছকই চুরির জন্য খুন ছিল না, এর পিছনে ছিল গভীর ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রটি ছিল বৃদ্ধের নিজের মেয়ের।
খুনের ঘটনার তদন্তে বৃদ্ধের পরিবার বিশেষ আগ্রহ না দেখানোয় প্রথম থেকেই সন্দেহ ছিল পুলিশের। তদন্তের সময় পুলিশ জানতে পেরেছিল, যে দিলীপের একজন মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ওই মহিলার সঙ্গে তিনি অন্য একটি ফ্ল্যাটে থাকতেন। ওই বৃদ্ধ তাঁর সমস্ত সম্পদ ওই মহিলার নামে লিখিয়ে দেবেন এই ভয়ে তাঁর বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে প্রিয়া কিশোর মাহুর্তলে তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। প্রিয়া তার বাবাকে খুন করার জন্য ৫ লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করেছিল। প্রাথমিকভাবে প্রিয়া পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেনি। কিন্তু পুলিশি জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করে। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়াও, এক খুনের ঘটনা তিন সুপারি কিলারকে আটক করেছে পুলিশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup