বাংলা নিউজ > ঘরে বাইরে > ইস্তফা দিলেন সিকিমের BJP সভাপতি, কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ

ইস্তফা দিলেন সিকিমের BJP সভাপতি, কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ

ইস্তফা দিলেন ডিবি চৌহান। টুইটার

তাঁর দাবি, মাস দুয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিকিম সফরে এসেছিলেন। কিন্তু দলের রাজ্য নেতাদের সঙ্গে দেখার করার জন্য তিনি ৫ মিনিটও সময় দিলেন না। এসব ঘটনাই বুঝিয়ে দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য়ের সম্পর্কে কতটা উদাসীন।

সিকিমের বিজেপি সভাপতি ডিবি চৌহান মঙ্গলবার ইস্তফা দিলেন। তিনি জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের প্রতি নজর দিচ্ছেন না। সেকারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ডিবি চৌহান জানিয়েছেন,সিকিম ক্রান্তিকারি মোর্চা চাইছে বিজেপির সঙ্গে বোঝাপড়ায় আসতে। কিন্তু সিকিমে প্রেম সিং তামাং সরকারে যোগ দেওয়ার যে দাবি তোলা হয়েছিল সেটাও মানছেন না কেন্দ্রীয় নেতৃত্ব।

তিনি পিটিআইকে জানিয়েছেন, সিকিম বিজেপি সভাপতির পদ থেকে পদত্যাগ করছি। কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাবে আমি বিভ্রান্ত। রাজ্যদলকে ভালোভাবে চালানোর ক্ষেত্রে নানা সমস্যা মেটানোর ক্ষেত্রে এগিয়ে আসেননি কেন্দ্রীয় নেতৃত্ব। জানিয়েছেন ডিবি চৌহান।

তাঁর দাবি, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করে জানিয়েছিলাম, সিকিমে ১২জন বিজেপি বিধায়ককে সরকারের সঙ্গে যুক্ত করা হোক। কিন্তু তিনি বিষয়টি নিয়ে মনে হয় সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাই বলেননি।

তাঁর দাবি, মাস দুয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিকিম সফরে এসেছিলেন। কিন্তু দলের রাজ্য নেতাদের সঙ্গে দেখার করার জন্য তিনি ৫ মিনিটও সময় দিলেন না। এসব ঘটনাই বুঝিয়ে দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য়ের সম্পর্কে কতটা উদাসীন।

তাঁর দাবি, সিকিমে বিজেপির ১২জন বিধায়ক রয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত একজন পরিষদীয় দলনেতা বিজেপির তরফে মনোনয়ন করা হয়নি।

এদিকে ৬ বছর ধরে বিজেপির রাজ্য সভাপতির পদ সামলাচ্ছিলেন চৌহান। তিনি পদে থাকাকালীন বিজেপি উপনির্বাচনে দুটি আসন জিতেছিল। সিকিমের বিজেপির ক্ষমতা বিস্তারেও তাঁর প্রভাব যথেষ্ট। সেই বিজেপি নেতাই এবার কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করলেন।

বন্ধ করুন