জর্জিয়ার একটি মাউন্টেন রিসর্টে একটি রেস্তরাঁ থেকে উদ্ধার ১২জনের মৃতদেহ। তার মধ্য়ে ১১জনই ভারতীয়। এমনটাই জানানো হয়েছে। ভারতীয় হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে সম্ভবত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার মৃত্যু হয়েছে তাঁদের।
জর্জিয়ার রাজধানী তিবিলিসে এই রিসর্টে মর্মান্তিক ঘটনা। সম্ভবত কার্বনমনোক্সাইডে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের।
জর্জিয়ায় ইন্ডিয়ান মিশনের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জর্জিয়াতে ১১জন ভারতীয়র মৃত্যুতে আমরা শোকাহত। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের দেহ ভারতে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শোকাহত পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে জর্জিয়ার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে ১৪ ডিসেম্বর বলা হয়েছে, কোনও আঘাতের চিহ্ন বা হিংসার কোনও ঘটনা পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় মিডিয়া পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, সকলেই মনে হচ্ছে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার মারা গিয়েছেন।
একটা ভারতীয় রেস্তরাঁর তিনতলায় তাঁদের দেহ মিলেছে। সকলেই সেখানে কাজ করতেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটা পাওয়ার জেনারেটর ভেতরে ছিল। বেডরুমের কাছেই এটা ছিল। সম্ভবত বিদ্যুৎচলে যাওয়ার পরে এটা চালানো হয়েছিল শুক্রবার। তবে জর্জিয়ার বিদেশমন্ত্রকে জানিয়েছে, কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখার জন্য একটি ফরেনসিক টিম কাজ করছে। প্রসঙ্গত এই রিসর্টটি অত্যন্ত জনপ্রিয়। সেখানেই এই মর্মান্তিক ঘটনা।