বাংলা নিউজ > ঘরে বাইরে > মহরমের শোভাযাত্রায় বেরিয়ে মর্মান্তিক মৃত্যু, যুবকের তলপেটে ঢুকে গেল ছুরি

মহরমের শোভাযাত্রায় বেরিয়ে মর্মান্তিক মৃত্যু, যুবকের তলপেটে ঢুকে গেল ছুরি

গোটা দেশজুড়েই মহরমের শোভাযাত্রা বের হয়েছিল. REUTERS (REUTERS)

শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শোকের ছায়া নেমে আসে এলাকায়।

মহরমের শোভাযাত্রায় বেরিয়ে একেবারে মর্মান্তিক পরিণতি। মহরম উপলক্ষ্য়েই ভিনরাজ্যের কর্মস্থল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু শোভাযাত্রা শেষে আর বাড়ি ফেরা হল না। মৃতের নাম শায়রুল শেখ। বয়স ১৯ বছর। কেতুগ্রামের আনখোনা গ্রামের ঘটনা। মহরমের অনুষ্ঠানের রীতি অনুসারে নকল লড়াই চলে শোভাযাত্রায়। আর সেই লড়াইয়ের প্রদর্শন করা হচ্ছিল এদিন। সেই সময়ই ভয়াবহ কাণ্ড ঘটে যায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন তাজিয়া নিয়ে গ্রামের লোকজন শোভাযাত্রা বের করেছিলেন। গ্রামের মসজিদের দিকে যাচ্ছিল শোভাযাত্রা। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছিলেন এই শোভাযাত্রায়। যুবক শায়রুলও এই শোভাযাত্রায় ছিলেন। লাঠিখেলা, তরোয়াল খেলা চলছিল পুরোদমে।

 প্রতি বছরের মতো রীতি মেনে নিজেদের শরীরে আঘাত করছিলেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। সেই শায়রুলের হাতেও একটি ছুরি ছিল। সেটি কোনওভাবে তার তলপেটে ঢুকে যায়। আর তারপরই শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শোকের ছায়া নেমে আসে এলাকায়। তার পরিবারের লোকজনও ভেঙে পড়েছেন। কীভাবে যে এমন কাণ্ড হয়ে গেল তা বুঝতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

এদিকে রাজ্যের বিভিন্ন জায়গাতেই মহরম উপলক্ষ্যে শোভাযাত্রা বের হয়। বহু মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। 

বন্ধ করুন