মাঝে কাঁটাতারের বেড়া। এপার বাংলা আর ওপার বাংলা। আর সেই বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন অমিয় মজুমদার নামে এক ব্যক্তি। কলকাতায় তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু মাঝপথেই চিরতরে চলে গেলেন তিনি। কিন্তু ওপার বাংলায় যে তাঁর গোটা পরিবার। কীভাবে শেষ দেখা দেখবেন তাঁরা? অগত্যা ভিডিয়ো কল করা হয় বাংলাদেশে থাকা পরিবারের কাছে। সেই ভিডিয়ো কলের মাধ্যমে শেষবারের জন্য স্বামীর মুখ দেখেন স্ত্রী। এরপর সিঁথির সিঁদুর মুছে ফেলেন তিনি। যে স্বামীর কথা ভাবে সিঁথিতে সিঁদুর পরতেন তিনি সেই স্বামীই তো আজ অন্যদেশে নিথর অবস্থায় শুয়ে রয়েছেন। কান্নায় ভেঙে পড়েন তিনি।
সূত্রের খবর, ওই যুবকের থাইরয়েডের সমস্যা ছিল। তিনি চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। ভেলোরে যাওয়ার ভাবনাচিন্তাও করছিলেন। কিন্তু তা আর হল না। সোমবার সকালে তিনি দীর্ঘক্ষণ ঘুম থেকে না ওঠায় তাঁকে ডাকাডাকি শুরু হয়ে যায়। পরে চিকিৎসক এসে জানিয়ে দেন তাঁর মৃত্যু হয়েছে। এরপর বাংলাদেশের বাড়িতে খবর পাঠানো হয়। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। কিন্তু দুদেশের মধ্যে কাঁটাতারের বেড়া। বললেই সঙ্গে সঙ্গে একদেশ থেকে অন্য় দেশে আসা যাওয়া করা যায় না। এরপর ভিডিয়ো কল করা হয় তাঁর স্ত্রীকে। শেষবারের মতো স্বামীর মুখ দেখলেন তিনি। কিন্তু স্বামীকে ছুঁয়ে দেখা হল না আর।