বাংলা নিউজ > ঘরে বাইরে > Bihar Hooch Tragedy: বিহারে বিষ মদের বলি আরও ১০, দুই জেলায় মৃত বেড়ে ৩৫

Bihar Hooch Tragedy: বিহারে বিষ মদের বলি আরও ১০, দুই জেলায় মৃত বেড়ে ৩৫

বিহারের সারণ জেলায় বিষ মদের বলি এক ব্যক্তির পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন (PTI)

বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে রাজ্য সরকার।

বিহারের বিষ মদ কাণ্ডে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। শুক্রবার পাওয়া শেষ খবর অনুসারে, পড়শি রাজ্য়ের সীবান ও সারণ জেলার এই ঘটনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। যার জেরে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। এদিন সরকারের তরফেই এই তথ্যের সত্যতা স্বীকার করা হয়েছে।

সীবানের জেলাশাসক মুকুল কুমার গুপ্তা এই প্রসঙ্গে বলেন, সীবান সদর হাসপাতাল এবং বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সব মিলিয়ে মোট ৭৯ জনকে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ১৩ জনকে পটনা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। কারণ, তাঁদের অবস্থা ক্রমশ সঙ্কটজনক হয়ে উঠছিল। অন্যদিকে, ৩০ জনকে ইতিমধ্য়েই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনায় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের সম্পর্কে জেলাশাসক বলেন, 'মৃতদের মধ্য়ে ২৮ জনের দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া ইতিমধ্য়েই শেষ করা হয়েছে। তাঁদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। '

আর সীবানের পুলিশ সুপার অমিতেশ কুমার জানিয়েছেন, গত চারদিনে সীবান জেলার ভগবানপুর, মাধার, খাইরা এবং কৌদিয়া গ্রামে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, সীবানের পাশের জেলা সারণে বিষ মদের বলি হতে হয়েছে আরও সাতজনকে। জেলাশাসক আমন সমীর জানিয়েছেন, বিষাক্ত মদ পান করার ফলে জেলার অন্তত ৬০ জন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অধিকাংশকেই চিকিৎসার জন্য প্রাথমিকভাবে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্য়ে ন'জন এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। আরও ১৯ জনকে পটনা মেডিক্যালে রেফার করা হয়েছে।

সারণের পুলিশ সুপার কুমার আশিস এবং জেলাশাসক আমন সমীর, দু'জনই জানিয়েছেন, তাঁদের জেলায় এখনও পর্যন্ত বিষ মদ পানের ফলে সাতজনের মৃত্যু হয়েছে। গত চারদিনে এই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে।

কুমার আশিস আরও জানিয়েছেন, এই ঘটনায় যে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছিল, তাদের হাতে ইতিমধ্য়েই ২৫ জন গ্রেফতার হয়েছেন। ধৃতদের মধ্য়ে ১০ জন মদ ব্যবসায়ীও রয়েছেন। তাঁদের কাছ থেকে প্রচুর পরিমাণে মদও বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনার জেরে গত ২৪ ঘণ্টায় সারণ জেলা পুলিশ ৩০৭টি অভিযান চালিয়েছে। সেই অভিযানে সব মিলিয়ে মদ তৈরির ১৯,০৮২ লিটার কাঁচা মাল বাজেয়াপ্ত ও নষ্ট করা হয়েছে। সেইসঙ্গে, গ্রেফতার করা হয়েছে ৬২ জনকে। এফআইআর দায়ের করা হয়েছে ৩০টি এবং ছ'টি মোটরবাইক ও একটি ই-রিকশা আটক করা হয়েছে।

এদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে রাজ্য সরকার।

পরবর্তী খবর

Latest News

NZ vs ENG: এভাবে কি কেউ আউট হয়? উইলিয়ামসনের বোল্ড হওয়ার ভিডিয়ো দেখে সকলেই অবাক শুক্রের সঙ্গে বুধ মিলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করতে চলেছেন, লাকির লিস্টে কারা? প্রয়াগরাজে 'মহাকুম্ভ' প্রস্তুতি তুঙ্গে, পুজো দিয়ে পরিদর্শনে PM মোদী অনুরাগ-কালকির মতোই আর কোন বলি জুটি ডিভোর্সের পরও 'বন্ধু'? নিজের শেষ টেস্টে মেয়েকে কোলে নিয়ে মাঠে সাউদি! ৩ ছক্কায় ছুঁলেন গেইলকে… 'আপনি কৃষকের ছেলে হলে, আমিও শ্রমিকের ছেলে', অনাস্থা বিতর্কে ধনখড় বনাম খাড়গে '... আপনারা তো সাভরকরকে অপমান করছেন', সংবিধান ইস্যুতে BJP-কে তোপ রাহুল গান্ধীর ভজন শোনায় মারধর, ‘বাংলার বুকেও আক্রান্ত হচ্ছে হিন্দুরা’, অভিযোগ শুভেন্দুর আসছে BSNL-র 5G পরিষেবা! মে-জুন থেকেই শুরু হবে ‘কাজ’, এবার টেক্কা দেবে বাকিদের? কেষ্টপুর কাণ্ড: মোবাইল টাওয়ারের সূত্রে বিবাহিতার ফেসবুক ফ্রেন্ড গ্রেফতার

IPL 2025 News in Bangla

রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.