বাংলা নিউজ > ঘরে বাইরে > Debangshu Bhattacharya: কেজরিকে ‘ভোকাল টনিক’ দেবাংশুর! দিল্লির পালাবদলে নয়া বিশ্লেষণ তৃণমূলের তরুণ তুর্কির

Debangshu Bhattacharya: কেজরিকে ‘ভোকাল টনিক’ দেবাংশুর! দিল্লির পালাবদলে নয়া বিশ্লেষণ তৃণমূলের তরুণ তুর্কির

দেবাংশু ভট্টাচার্য ও অরবিন্দ কেজরিওয়াল। (File Photo )

দেবাংশুর অভিযোগ, বিজেপি দিল্লির প্রশাসন ও আমলাতন্ত্র দখল করে নিয়েছিল। আম আদমি পার্টির সরকার যাতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন করতে না পারে, তার জন্য লেফটেন্যান্ট গভর্নরকে ব্যবহার করেছিল। কেজরিওয়ালের সরকার যে নয়া একটা ব্যবস্থাপনা গড়ে তুলেছিল, তাও কার্যত ভেঙে দিয়েছিল।

দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি। এ নিয়ে বিজেপি শিবির প্রবল উচ্ছ্বসিত হলেও ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে বিশ্লেষকরা কেজরির দলের হারের নেপথ্যে নানাবিধ এমন কারণ তুলে ধরছেন, যাতে এটা স্পষ্ট যে প্রবল প্রতাপশালী বিজেপির বিরুদ্ধে কার্যত অসম লড়াই-ই লড়তে হয়েছিল আম আদমি পার্টিকে।

খানিকটা একই সুর এবার শোনা গেল তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি দেবাংশুর গলাতেও (মানে তাঁর লেখায়)। দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগে থেকেই একের পর এক সোশাল মিডিয়া পোস্ট করে চলেছেন দেবাংশু।

এর আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, দিল্লিতে আপ জিতবে! বলা বাহুল্য, সেই পূর্বাভাস মেলেনি। এরপর তিনি দাবি করেন, যদি দিল্লিতে কংগ্রেস ও আপ হাত ধরাধরি করত, তাহলে এবারও সেখানে বিজেপিকে গোহারা হারতে হত! বাস্তবে তেমনটাও ঘটেনি। কিন্তু, যেটা বাস্তবে ঘটেছে, এবার সেই প্রেক্ষাপট ভিত্তি করে আম আদমি পার্টি তথা দলের প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশে কার্যত 'ভোকাল টনিক' দিলেন দেবাংশু।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি এই প্রসঙ্গে ফের একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেই পোস্টের প্রথমেই কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন দেবাংশু। এবং কেন তিনি এমনটা করলেন, তার ব্যাখ্য়াও দিয়েছেন।

দেবাংশুর বক্তব্য, রাজধানী দিল্লির ক্ষমতা কেজরি ও তাঁর দলের হাত থেকে ছিনিয়ে নিতে বিজেপি তাদের সমস্ত অস্ত্রের সম্পূর্ণ ব্যবহার করেছে। তারা কেজরিওয়ালকে গ্রেফতার করে জেলে পর্যন্ত ঢুকিয়েছে। যা ভারতের ইতিহাসে কখনও ঘটেনি - একজন পদে থাকা মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

দেবাংশুর অভিযোগ, বিজেপি দিল্লির প্রশাসন ও আমলাতন্ত্র দখল করে নিয়েছিল। আম আদমি পার্টির সরকার যাতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন করতে না পারে, তার জন্য লেফটেন্যান্ট গভর্নরকে ব্যবহার করেছিল। কেজরিওয়ালের সরকার যে নয়া একটা ব্যবস্থাপনা গড়ে তুলেছিল, তাও কার্যত ভেঙে দিয়েছিল।

তারপরও প্রাপ্ত ভোটের নিরিখে আম আদমি পার্টি বিজেপির থেকে মাত্র ২ শতাংশ ভোট কম পেয়েছে। যা কেজরির দলের বিরাট সাফল্য বলেই মনে করছেন দেবাংশু। তাঁর মতে, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের জেরে দিল্লির সরকার কার্যত হাফ সরকারে পরিণত হয়েছিল। তার উপর একের পর এক অর্ডিন্যান্স বা অধ্যাদেশ পাশ করিয়ে দিল্লি সরকারের আরও ২৫ শতাংশ ক্ষমতা কেড়ে নিয়েছিল কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি।

এই প্রেক্ষাপটে কেজরির দল ভোটে জিতলেও তারা মানুষের জন্য কতটা কাজ করতে পারত, মানে তাদের কতটা কাজ করতে দেওয়া হত, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেবাংশু। কারণ - তাঁর মতে, সেক্ষেত্রে আপ সরকারের হাতে দিল্লি পরিচালনা করার মাত্র ২৫ শতাংশ ক্ষমতা অবশিষ্ট থাকত।

এর থেকে বিজেপি জেতায় ভালোই হয়েছে বলে মনে করেন দেবাংশু। তাঁর মতে, এবার দিল্লির সরকারের ১০০ শতাংশ ক্ষমতাই বিজেপির হাতে চলে গেল। এখন দেখা যাক, তারা সত্যিই দিল্লির জন্য কতটা কী করতে পারে! কারণ, এখন তো দিল্লির পুলিশ, লেফটেন্যান্ট গভর্নর, কেন্দ্রের সরকার, দিল্লির সাংসদ, দিল্লির বিধায়ক, দিল্লির রাজ্য সরকার সবই তাদের।

উপরন্তু, প্রতিবেশী রাজ্য - হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ওদিকে রাজস্থান - সেখানেও বিজেপির সরকার। তাই, এবার যদি দিল্লির মানুষের জন্য বিজেপি কাজ করতে না পারে, তাহলে তাদের হাতে কোনও অজুহাত অবশিষ্ট থাকবে না। পুলিশ প্রশাসন থেকে দূষণ - সব ক্ষেত্রেই কাজ করে দেখাতে হবে বিজেপিকে।

আর এই সময়টার মধ্যে কেজরিওয়ালকে দলের সংগঠন আরও মজবুত করার এবং প্রত্যেকটি আইনি লড়াই দৃঢ়তার সঙ্গে লড়ার বার্তা দিয়েছেন দেবাংশু। একইসঙ্গে পঞ্জাবে যাতে কোনওভাবে দিল্লির মতো পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়েও কেজরিকে সতর্ক করেছেন তিনি। পঞ্জাবের মানুষকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি যাতে সেখানকার আপ সরকার পূরণ করে, সেই বিষয়ের উপরেও জোর দিয়েছেন তৃণমূলের এই তরুণ তুর্কি।

সবশেষে তিনি আশাপ্রকাশ করেছে, ২০২৯ সালে কেন্দ্র থেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে মানুষই উৎখাত করবে। একইভাবে ২০৩০ সালে দিল্লিও বিজেপির হাতছাড়া হবে। তবে, কোনও অবস্থাতেই দিল্লিতে যাতে কোনও 'অযোগ্য' রাজনৈতিক দল জায়গা দখল করতে না পারে, কেজরিকে তা নিয়েও সচেতন থাকতে বলেছেন দেবাংশু।

এদিনের এই পোস্ট দেবাংশু শেষ করেছেন কেজরিওয়ালকে তাঁর নতুন সফরের জন্য অভিনন্দন জানিয়ে।

পরবর্তী খবর

Latest News

১৬ বছরে গায়িকা দিদির সেক্রেটারিকে পালিয়ে বিয়ে, অত্যাচার করত শ্বশুরবাড়ি, চিনলেন? ২৭ কোটির ঋষভ পন্তের ঠুকঠুকে ব্যাটিং, রাগে টিভি ভাঙলেন লাইভ শোয়ের সঞ্চালক- ভিডিয়ো সিঙ্গল বেঞ্চে খারিজ হয়েছে আবেদন, মতুয়া মেলা নিয়ে এবার ডিভিশন বেঞ্চে শান্তনু কুণ্ডলীতে এই দোষ থাকলে জীবন হয় দুর্বিষহ, জেনে নিন মার্কেশ দোষ কতটা বিপজ্জনক ‘দেশ, বাংলার সম্মান ভাবে না, রবীন্দ্রসঙ্গীত বোঝে না ডিজে শুনতে চাইছে’ ছক ভাঙা খয়েরি শাড়িতে বধূবেশে দেবচন্দ্রিমা,সায়ন্ত বিতর্ক অতীত হতেই বিয়ে করলেন? মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৮ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৮ মার্চের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৮ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৮ মার্চের রাশিফল

IPL 2025 News in Bangla

২৭ কোটির ঋষভ পন্তের ঠুকঠুকে ব্যাটিং, রাগে টিভি ভাঙলেন লাইভ শোয়ের সঞ্চালক- ভিডিয়ো উপ্পলে ট্র্যাভিসের স্টাম্প ছিটকে দিয়ে ইন্দ্রপতন ঘটানো প্রিন্স যাদব কে?- ভিডিয়ো LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার উপ্পলে চোখের নিমেষে অর্ধশতরান, মার্শ-হেডের যুগ্ম রেকর্ড ভেঙে চুরমার করলেন পুরান গোয়েঙ্কার বদলার আগুনে পুড়ে খাক SRH! মোটে ১৬.১ ওভারে ১৯১ রান তাড়া করে জিতল LSG কই ৩০০ রান তো হল না! গতবারের 'অত্যাচার' না ভুলে SRHকে চরম কটাক্ষ গোয়েঙ্কার LSGর ‘যত রানই করুক, আমরা চেজ করে নেব…’ কামিন্সকে সরাসরি চ্যালেঞ্জ পন্তের! টার্গেট ১৯১ রিজওয়ানের মতো সব সময় আউট চাইলে একবারও পাব না! পাক অধিনায়ককে খোঁচা ভারতীয় তারকার ‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের? সর্বত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়া উচিত,খোঁচা নাইট ভক্তদের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.