বাংলা নিউজ > ঘরে বাইরে > Card tokenisation rule- আজ থেকেই পাল্টে গেল ক্রেডিট ও ডেবিট কার্ডে পেমেন্ট করার পদ্ধতি

Card tokenisation rule- আজ থেকেই পাল্টে গেল ক্রেডিট ও ডেবিট কার্ডে পেমেন্ট করার পদ্ধতি

ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট (Mint)

Card Tokenization Rule: এর আগেই সমস্ত অপারেটিং ব্যাঙ্ককে কার্ডের বিবরণের জন্য টোকেন তৈরি করতে বলা হয়েছিল। ৩০ সেপ্টেম্বরই ছিল তার শেষ দিন। ১ অক্টোবর থেকে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে সমস্ত অনলাইন, পয়েন্ট-অফ-সেল এবং অ্যাপ-মধ্যস্থ লেনদেন ব্যাঙ্কের ইস্যু করা টোকেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে।

শনিবার ১ অক্টোবর ২০২২। এই দিন থেকে ডেবিট এবং ক্রেডিট কার্ডের অনলাইন লেনদেনের নিয়মে পরিবর্তন আসছে। সমস্ত ই-পেমেন্ট নিরাপদ, সুরক্ষিত, সুবিধাজনক, দ্রুত এবং সাশ্রয়ী করার জন্য নয়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এর আগেই সমস্ত অপারেটিং ব্যাঙ্ককে কার্ডের বিবরণের জন্য টোকেন তৈরি করতে বলা হয়েছিল। ৩০ সেপ্টেম্বরই ছিল তার শেষ দিন। ১ অক্টোবর থেকে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে সমস্ত অনলাইন, পয়েন্ট-অফ-সেল এবং অ্যাপ-মধ্যস্থ লেনদেন ব্যাঙ্কের ইস্যু করা টোকেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। আরও পড়ুন : ষষ্ঠীর সকালেই সুখবর! কমল LPG গ্যাস সিলিন্ডারের দাম, কত পড়ছে দর?

টোকেনাইজেশন কি?

টোকেনাইজেশন হল অপারেটিং ব্যাঙ্কের ইস্যু করা একটি টোকেন। এগুলি আসলে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্যের সুরক্ষিত প্রতীকী রূপ বলা যেতে পারে। অর্থাত্ এবার থেকে মার্চেন্টের কাছে গ্রাহকের কার্ডের তথ্য সরাসরি সংরক্ষিত হবে না। তার বদলে সেই কার্ডের জন্য ব্যাঙ্কের প্রদত্ত এই টোকেন থাকবে। এই টোকেন প্রত্যেকের ক্ষেত্রে 'অপরিবর্তনীয় এবং অনন্য' হবে।

ফলে টাকা দেওয়ার সময়ে গ্রাহকদের তাঁর কার্ডের ১৬ সংখ্যার নম্বর দিতে হবে না। এই প্রক্রিয়ার ফলে কার্ডে থাকা নাম, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং সিভিভি কোডগুলিও 'মাস্ক' হয়ে থাকবে। আরও পড়ুন : 'ওরা ভারতকে লুঠ করেছে….', রাশিয়াকে শাসন করার মতলব পশ্চিমী দুনিয়ার, দাবি পুতিনের

এর ফলে অনলাইনে কোনও কার্ড ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিপন্ন হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে। সুরক্ষিত টোকেন আকারে কার্ডের লেনদেন হবে।

নিরাপত্তা

টোকেন-ভিত্তিক লেনদেনই বেশি নিরাপদ বলে মনে করা হয়। এর কারণ খুব স্পষ্ট। এই ক্ষেত্রে কার্ডের বিবরণ মার্চেন্ট, সংস্থার সঙ্গে শেয়ার করা হবে না। ফলে কার্ডের তথ্যের অপব্যবহার করা যাবে না। তবে লেনদেন ট্র্যাক করতে সংস্থাগুলি কার্ড নম্বরের শেষ চারটি সংখ্যা এবং কার্ড প্রদানকারীর নাম সংরক্ষণ করতে পারে।

কীভাবে এই টোকেন পাবেন? সেটি জানতে হলে ক্লিক করুন এই লিঙ্কে।

বন্ধ করুন